1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৬:৫১ অপরাহ্ন
Title :
শ্রীপুরে তুলার গোডাউনে আগুন শুক্রবারে বিয়ে সোমবারে শ্বশুর বাড়ি যেতে সড়ক দুর্ঘটনায় বরের মৃত্যু পাইকগাছায় পলিথিনসহ বর্জ্য দূষণ হ্রাস ও সুন্দরবনের উন্নয়ণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত  বিশ্বাস ঘাতক প্রেমিকার জন্মদিনে কেক কেটে প্রেমিকের ব্যতিক্রমী জন্মদিন পালন নীলফামারীর পৃথক চারটি স্হানে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ শিশুকে নিয়ে ট্রেনের নিচে পড়ে মায়ের আত্মহত্যা বাংলাদেশ হাইকমিশন কর্তৃক বৃটিশ পাসপোর্টে নো- ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদ করেছে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে পলাশবাড়ীতে ৪০ পদের চা বিক্রি করে ঘুরে দাঁড়িয়েছেন মোস্তাফিজুর রহমান মোঃ মজনু নিমাইয়ের বাড়িতে ১৬ তম বার্ষিক ওরশ মোবারক গাজীপুরের শ্রীপুরে জুট গুদামে ভয়াবহ আগুন

কে দিবে আমাদের আইনগত অধিকার ফিরিয়ে ?

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৬২৪ Time View

লেখক: জি. এম ইয়াছিন :

শিক্ষা উপদেষ্টা কিংবা শিক্ষা সচিব, নাকি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কতৃপক্ষের (NTRCA ) চেয়ারম্যান কেউই আমাদের আইনগত অধিকার ফিরিয়ে দিতে চায় না, তাহলে আমরা যাব কোথায় ? সনদের বিপরীতে চাকরি দেওয়ার উদ্দেশ্য থাকলেও, লাল ফিতার দৌরাত্ম্যের বেড়াজালে আজ আমরা আমাদের আইনগত অধিকার ফিরিয়ে পেতে সংগ্রাম করতে হচ্ছে। এটা জাতি হিসাবে যেমন লজ্জাজনক তেমনি রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার হয়ে আমরা সত্যিই অবর্ণনীয় হতাশাগ্রস্ত।কারণ গত ৯ ই মার্চ, ২০২২ ইংরেজি খ্রীস্টাব্দে একদিনের অনশণ এবং ৫ জুন, ২০২২ ইংরেজি থেকে ২১ ডিসেম্বর ২০২২ ইংরেজি খ্রীস্টাব্দ পর্যন্ত ২০০ দিনের সকাল সন্ধ্যা গণ-অনশন, ২ জানুয়ারি ২০২৩ ইংরেজি খ্রীস্টাব্দে শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি মহোদয় এর সাথে দীর্ঘ ১ ঘন্টা ৩৫ মিনিট আলোচনা, এগুলো সবই করা হয়েছে মূলত একটাই কারণে আর সেই কারণটি হলো আইনগত অধিকার ফিরিয়ে পেতে চাই।এক্ষেত্রে লক্ষ্যনীয় বিষয় হলো গেজেটে উল্লেখিত ৩(ক) ও ৯(ঘ) ধারায় শূন্য পদের বিপরীতে শতভাগ চাকরি দেওয়ার উদ্দেশ্যে ১০ ধারা পূর্নাঙ্গরূপে প্রতিপালন করতে আমাদের সনদ দিয়েছেন NTRCA কতৃপক্ষ, সেই গেজেটের আলোকে প্রদত্ত সনদে বলা আছে He/ She is eligible for the post to be appointed as a/ an assistant teacher / Lecturer in any High school / college/ Madrasah. তাহলে কি দাড়াঁলো আমরা যোগ্য, কিসের জন্য যোগ্য, শিক্ষক হিসেবে নিয়োগের যোগ্য আর কোথায় শিক্ষক হিসেবে নিয়োগের যোগ্য, বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে, সেটা স্কুল/ কলেজে/ মাদ্রাসায় । এছাড়াও
যদি নতুন আইন প্রণয়নের কারণে জনগন ক্ষতিগ্রস্হ হয়,তাহলে ক্ষতিগ্রস্হ পক্ষকে তাদের ক্ষতি পূরণ দেওয়া আইনত কর্তব্যের মধ্যে পড়ে । অথচ ক্ষতিপূরণ দেওয়া তো দূরের কথা বরং অবৈধ সনদধারী কে নিয়োগ দিয়ে বৈধ সনদধারীদের ক্ষতি করার সকল অপচেষ্টা NTRCA কতৃপক্ষ করেই চলেছে। যদি এরূপ অবস্থা চলতেই থাকে তাহলে আমাদের আইনগত অধিকার ফিরিয়ে কে দিবে, স্বাভাবিকভাবে জনমনে নেতিবাচক এই প্রশ্ন থেকেই গেলো। এ অবস্থা থেকে পরিত্রাণের উপায় হিসেবে আমরা সাধারণ নাগরিক হিসেবে এই অশুভ চক্রান্তের বেড়াজাল থেকে মুক্তি চাই।স্মরণ করিয়ে দিতে চাই, এনটিআরসিএ প্রতিষ্ঠা ও সনদ প্রদানের উদ্দেশ্যই ছিল সনদধারীদের চাকরি সুনিশ্চিত করা। শুরুতে এ মহৎ উদ্দেশ্য থাকলেও কতিপয় অসাধু কর্মকর্তার কারণে আজ এনটিআরসিএ প্রতিষ্ঠান কলুষিত হয়ে গেছে। ফলে এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় হিসেবে আমরা আমাদের আইনগত অধিকার ফিরিয়ে পেতে এবং চাকরির নিশ্চিত ঘোষণা ও বৈষম্য দূরীকরণে অন্তর্বর্তীকালীন সরকারের সকল বৈষম্য নিরসনে মূলত একটাই কথা বলবো, তাহলো আমরা আমাদের হারিয়ে যাওয়া স্বপ্নকে পুনঃপ্রতিষ্ঠা করতে চাই, আমরা এখন আমাদের চাকরি দেওয়ার সুনির্দিষ্ট ঘোষণা না হওয়া পর্যন্ত বিন্দু মাত্র পিছপা হবো না। আমাদের আজ থেকে দাবি একটাই সনদ থাকলেই তাকে চাকরি দিতে হবে । এর কোনো বিকল্প কথা আমরা মানতে নারাজ। কারণটা একেবারেই স্পষ্ট, গত ২০২২ সালে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব জনাব সনোৎ কুমার স্যার, আমাদের একটা নামের তালিকা কেনইবা জমা নিলেন।কাজেই জীবন নিয়ে ছিনিমিনি খেলা বাদ দিন, প্রজাতন্ত্রের স্হায়ী সেবক হিসাবে কাজ করুন, জনগণের ট্যাক্স এর টাকায় বেতন নিবেন, আর প্রজাতন্ত্রের মালিকদের উপর খবরদারী করবেন। এই অন্যায় কোনো অবস্থায় জনগন মেনে নিবে না। কাজেই প্রভুত্বের আসনে জেঁকে না বসে বরং মালিকের দাসত্বকে শ্রদ্ধাভরে স্মরণ করে, সেবার হাতকে বাড়ির দিন।অন্যথায় এর জন্য জনগণের কাঠগড়ায় আপনাদেরকে একদিন চরম মূল্য দিতে হবে । এমনকি
১৬ তম নিবন্ধনে পাশ=১৮,৮৫০ জন
১৭তম নিবন্ধনে পাশ=২৩,৯৮৫ জন
মোট=৪২,৮৩৫ জন
কিন্তু ৫ম গণবিজ্ঞপ্তিতে পদ খালি ৯৭,০০০ টি। তাহলে সকলকে নিয়োগ দিলেও পদ খালি থাকবে ৫৪,১৬৫ টি। এত শিক্ষক পাবে কোথায়। ১৬ তম তে আছে ১২,৫০০ আর বাকি সবার জব হয়েছেএবং ১৭তম তে আছে ২৩,৮০০। মোট আছে ৩৫,৩০০প্রায়। ৯৬,৭৩৬ জন সনদধারী NTRCA পাবে কোথায়। তাছাড়া মৌলিক অধিকারের প্রশ্নে আপোষ নয়, কোনো ভিক্ষা নয়,গেজেটে উল্লেখিত আইনের বাস্তবায়ন চাই,, চাকরি চাই, জীবন- জীবিকার সন্ধানে কর্ম চাই।। ন্যূনতম সাংবিধানিক অধিকার রুটি -রোজগার এর সুযোগ চাই,বেঁচে থাকার অবলম্বন স্বরুপ চাকরি করে জীবন চলার পথকে তরান্বিত করতে চাই। এনটিআরসিএ হয় তাদের ৬০ হাজার অবৈধ সনদধারীকে চাকরিচ্যুত করবে আর না হয় বৈধ সনদ ধারী দের সকলের চাকরির সুনিশ্চিত ঘোষণা দিবে। যে কোনো একটা পথ বেছে নিতে হবে। তা না হলে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের কোনো মদদপুষ্ট আমলারা যত দূর্নীতি ও অন্যায় করেছে তার দ্বায় থেকে পরিত্রাণের উপায় নেই।

বিনয়াবনত
জি. এম ইয়াছিন ( এম ফিল,ইসলামী বিশ্ববিদ্যালয়,
পিএইচডি গবেষক)
আহবায়ক
এনটিআরসিএ’র নিবন্ধিত ১ম-১২তম নিয়োগ প্রত্যাশী শিক্ষক পরিষদ ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং