অথই নূরুল আমিন
অপ্রিয় হলেও সত্যি, আমরা জাতি হিসাবে সত্যি বিভাজন হয়ে পরেছি। বেশি দূরে কেন, ঘরে ঘরে ভাইয়ে ভাইয়ে বিভাজন আজকে চরমে, কখনও অর্থ নিয়ে কখনও জমি বন্টন নিয়ে কখনও ধর্ম নিয়ে। একটা না একটা কিছু নিয়ে দন্দ্ব লেগেই আছে।
অন্য দিকে সমাজ পঞ্চায়েত নিয়ে এমনকি, মসজিদের ইমাম নিয়োগ নিয়ে, ওয়াজ মাহফিল নিয়ে, সামাজিক বন্ধন বিয়ে শাদী নিয়েও আত্মীয় আত্মীয় ঝগড়া, কখনও কখনও সারাজীবনের জন্য নষ্ট হয়ে যাচ্ছে আত্মীয়র সম্পর্ক। বাবা ছেলে মা মেয়ের সম্পর্ক নষ্ট হচ্ছে প্রতিনিয়ত।
অন্য দিকে রাজনীতি অঙ্গনে তো দাঙ্গা হাঙ্গামা লেগেই আছে। খুন খারাপি গুম সহ নানারকম অসুন্দর ও অসামাজিক কাজ কর্ম শুরু হয়েছে গত তিন যুগ ধরে।
এদিকে ভূমি দস্যু, জল দস্যু, চোর ডাকাত তারাও তো যুগের পর যুগ নিখুঁত ভাবে চালিয়ে যাচ্ছে তাদের নানারকম অসঙ্গতি কাজ কাম।
অন্য দিকে দেশের বড় বড় ডিগ্রীধারীরা সরকারি চাকরি যারা করছে। তারা ঘুষের দোকান খুলে দিয়েছে প্রকাশ্যে দিবালোকে। নকল ঔষধ নকল পণ্যের বিরাট সমাহার আমাদের চারপাশে। এর মধ্যে প্রতারণা, নকল আদম বেপারী, গরুর দালাল, পাসপোর্ট অফিসের দালাল সহ সকল অফিসে অগণিত দালাল, এর মধ্যে রয়েছে ওজনে কম দেয়ার মানসিকতা, নকল করে পরীক্ষায় পাশ করার চুরি বিদ্যা।
সত্যি সত্যি এসব অসুন্দরের মধ্যে আজকে গোটা জাতির সবাই ক্লান্ত। আজকে কিন্তু সবাই অনিরাপদ। মন্দ কাজ যারা করছে তারাও, যাদের সাথে করছে তারাও। কথা থাকে যে, বিভাজন জাতি কখনও উন্নত জাতি হতে পারে না, দেশ উন্নত করতে, গোটা জাতি উন্নয়নে পৌছাতে জাতিগত ঐক্যের খুব বেশি দরকার।
এর মধ্যে দরকার সঠিক নেতৃত্ব। নেতৃত্ব সঠিক হলে খুব সহজে জাতিগত ঐক্য হওয়া সম্ভব। তবে সর্ব প্রথম ধর্মান্ধতা থেকে বেড়িয়ে আসতে হবে। ধর্মের সামাজিক আচরণ ইষ্টি কৃষ্টি সংস্কৃতি এবং সামাজিক অনুষ্ঠানের বিচার করা যাবে না। ধর্ম যেমন দামি তেমনি সম্মানী। ধর্ম সম্মানের রেখে সামাজিক কাজ গুলো সবাই ঐক্য মতে করতে পারলেই আমরা হয়তো আবার ঘুরে দাড়াতে পারব, সত্যি সত্যি যদি সঠিক নেতৃত্ব এবং সঠিক নেতা আমাদের মাঝে থেকেই বের হয়।
একজন মাহাথির মোহাম্মদ গোটা মালয়েশিয়াকে উন্নত করে দিলেন, একজন নেলসন ম্যান্ডেলা তার দেশের জন্য উন্নত নেতৃত্ব দিলেন, ফলফসু হলেন, আমাদের দেশে গত চার যুগে শুধুমাত্র একজন মাহাথির একজন ম্যান্ডেলা পাইনি, যা আমাদের জন্য দুঃখজনক।
অথই নূরুল আমিন
কবি কলামিস্ট ও রাষ্ট্র বিজ্ঞানী