মো:সৈকত জামান(প্রিন্স),ফুলছড়ি-গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার ফুলছড়িতে বাল্যবিবাহ, শিশুশ্রম, প্রতিবন্ধিতা এবং এসআরএইচআর বিষয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) ফুলছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বেসরকারি সংস্থা ছিন্নমূল মহিলা সমিতি ও গণসাক্ষরতা অভিযান এর আয়োজনে মালালা ফান্ডের সহযোগিতায় বাল্যবিবাহ, শিশুশ্রম, প্রতিবন্ধিতা, যৌনতা, প্রজনন স্বাস্থ্য এবং অধিকার বিষয়ে সংলাপ অনুষ্ঠিত হয়। ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মন্ডল এর সভাপতিত্বে সংলাপে মুল প্রবন্ধ উপস্থাপন করেন, ছিন্নমূল মহিলা সমিতি উপ-পরিচালক এবিএম মাসুদুন্নবী প্রামাণিক লিপন। এতে বক্তব্য দেন, উপজেলা আইসিটি কর্মকর্তা কাজল মিয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, প্রধান শিক্ষক মতলুবুর রহমান, প্রধান শিক্ষক সাজু মিয়া, প্রধান শিক্ষক সাইদুর রহমান, প্রধান শিক্ষক রায়হান সরকার ও সহকারী শিক্ষক শামীমা আক্তার প্রমুখ।
সংলাপে ফুলছড়ি উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মী অংশগ্রহণ করেন।