মোঃ মনিরুল ইসলাম , আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলীতে যুবদল নেতৃবৃন্দের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সংবাদ প্রকাশ হওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আমতলী উপজেলা শাখার যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মাইনুদ্দিন মামুন।
২৬ নভেম্বর সকাল ১১ টায় যুবদলের অস্থায়ী কার্যালয়ে লিখিত বক্তব্যে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মাইনুদ্দিন মামুন বলেন, গত ২৩ নভেম্বর ২০২৪ ইং তারিখ দৈনিক কালের কণ্ঠ পত্রিকাসহ বিভিন্ন পত্রিকা ও অনলাইন পোর্টালে ‘বিএনপির সাবেক নেতার ছেলের নেতৃত্বে বাস কাউন্টারে হামলা’ শীর্ষক শিরোনামসহ বিভিন্ন শিরোনামে যে সংবাদ ছাপা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত। ঘটনার সাথে বাস্তবতার কোন মিল নাই। কতিপয় স্বার্থন্বেষী মহল স্বীয় স্বার্থ হাসিলের জন্য বিভ্রান্তিকর তথ্য সাংবাদিকদের সরবারাহ করায় এইরূপ অসত্য সংবাদ ছাপা হয়েছে। সংবাদের এক অংশে আমতলী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাইনুদ্দিন মামুনের নেতৃত্ব সহ রাহাত ফকির, রাজ্জাক, জামাল বিহারী ও সবুজ এর নেতৃত্বে শতাধিক সন্ত্রাসী হামলা চালিয়ে কাউন্টার ভাংচুর, লুটপাট করেছে মর্মে লেখা হলেও তা সম্পূর্ন কাল্পনিক মাত্র। কাউন্টার দখল, লুটপাটের সাথে আমরা জড়িত না। প্রকৃত পক্ষে উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধার সন্ত্রাসী বাহিনী কাউন্টার দখল করতে গিয়ে হামলা ভাংচুর ও লুটপাট করেছে। তিনি নিজেকে আড়াল করতে বিএনপি নেতা জালাল উদ্দিন ফকিরের ছেলে রাহাত ফকির ও আমাদের উপর দায় চাপাচ্ছেন। সাংবাদিক প্রভাবিত হয়ে আমার ও জালাল উদ্দিন ফকিরের মান সম্মান ও রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করতে বানোয়াট বিভ্রান্তি মূলক সংবাদ প্রকাশ করেছেন। আমি প্রকাশিত এ-সংক্রান্ত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং প্রকৃত ঘটনা সাংবাদিকদের তুলে ধরার অনুরোধ করছি।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোঃ কবির উদ্দিন ফকির আহ্বায়ক, আমতলী উপজেলা যুবদল, মইনুদ্দিন মামুন শিকদার সদস্য সচিব উপজেলা যুবদল, আঃ রাজ্জাক আহমেদ যুগ্ম আহবায়ক আমতলী উপজেলা যুবদল। মোঃ সবুজ মিয়া সদস্য আমতলী উপজেলা যুবদল ও মোঃ জামাল বিহারী যুগ্ম আহবায়ক আমতলী পৌর যুবদল।বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম’র আমতলী উপজেলার সভাপতি দৈনিক কালবেলা প্রতিনিধি মোঃ মনিরুল ইসলাম, প্রেস ক্লাবের সিনিয়র সদস্য রাজধানী টিভির আমতলী প্রতিনিধি মোঃ নাসির মাহমুদ আমতলী সাংবাদিক ফোরাম’র উপজেলা সভাপতি মোঃ মাসুম বিল্লাহ,সাংবাদিক সাইদুর সজিব প্রমূখ।