মোঃ মনিরুল ইসলাম, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার আমতলীতে পারিবারিক কলহের জের ধরে ফেইসবুকে পোস্ট দিয়ে বিষপান করে নিয়াজ মোর্শেদ তনয়
(২৬) নামে এক যুবক আত্মহত্যার চেষ্টা করেন।চিকিৎসাধীন অবস্থায় জীবন মৃত্যুর লড়াইয়ে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন সেই যুবক।
স্বজন সূএে জানা যায়,নিয়াজ মোর্শেদ তনয় আমতলী পৌরসভার ২নং ওয়ার্ডের মোঃ নান্নু মোল্লার একমাএ ছেলে।তনয়ের চার বছরের একটা কন্যা সন্তান ও রয়েছে।
শনিবার দুপুর একটায় ঢাকা শহীদ সোরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।
মুহুর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়লে সোস্যাল মিডিয়ায় আত্মীয় স্বজনরা শোক প্রকাশ করছেন।আবার কেউবা এ ঘটনার সুস্ঠ তদন্ত সাপেক্ষে প্রশাসনের কাছে বিচারও চেয়ে নিন্দার ঝড় বইছে।
উল্লেখ্য গতকাল শুক্রবার ভোর পাঁচটার দিকে পৌরসভার ২নং ওয়ার্ডের বসতঘরে বিষপানের ঘটনা ঘটে।
স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরন করেন। অবস্থায় উন্নতি না হলে পরবর্তীতে ঢাকা শহীদ সরোয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।শুক্রবার দুপুর একটায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।
নিয়াজ মোর্শেদ তনয় আত্মহত্যার আগে তার ফেইসবুক প্রোফাইলে আবেগঘন পোস্ট ও করেছিলেন,পাল্টা তার বিপরীতে তার প্রাক্তন শ্যালক মিঠু গাজী সোস্যাল মিডিয়ায় অভিযোগ অস্বীকার করে পোস্ট দেন যা নিয়ে এখন নেটদুনিয়ায় ব্যাপক যল্পনা কল্পনা এবং আলোচনার শীর্ষে রয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।