নিজস্ব প্রতিবেদক :
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান মৃত্যুবরণ করেছেন। শুক্রবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
৪ জানুয়ারি, ২০২৫ শনিবার সকাল ১১টায় এফডিসিতে অঞ্জনার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করা বাংলাদেশি চিত্রনায়িকাও তিনি।
এ পর্যন্ত তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন অঞ্জনা। দুবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।