এম জাফরান হারুন::
পটুয়াখালীর বাউফলে মৎস্য দপ্তর ও নৌ পুলিশের অভিযানে বিপুল পরিমাণ জাটকা ইলিশ ও ইলিশ মাছের ছোট ছোট বাচ্চা চাপিলা নামে পরিচিত মাছগুলো পাচার কালে জব্দ করা হয়েছে।
মৎস্য দপ্তর ও নৌ পুলিশ জানান, শনিবার (১১ জানুয়ারী) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাউফল মৎস্য দপ্তরের সিনিয়র কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে মেরিন ফিশারিস কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, মৎস্য দপ্তরের সদস্য তালহা আকাশ ও কালাইয়া নৌ পুলিশের এসআই মোঃ শরিফুল ইসলাম, নৌ পুলিশের সদস্য মোঃ নাজমুল ইসলাম মিলে কালাইয়া লঞ্চঘাট এলাকায় জাটকা সংরক্ষণ অভিযান পরিচালনা করেন।
এবিষয়ে বাউফল মৎস্য দপ্তরের সিনিয়র কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, আমাদের জাটকা সংরক্ষণ অভিযান চলমান রয়েছে। তাই প্রাপ্ত সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ১১০ কজি জাটকা ইলিশ ও ১শত কেজি ইলিশে ছোট বাচ্চা চাপিলা নামে পরিচিত মাছগুলো জব্দ করা হয়। পরে মৎস্য অফিসে গিয়ে ১০টি মাদ্রাসা ও এতিমখানা সহ স্থানীয় অসহায় দুস্থ গরীব মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।