দৈনিক বেলা বার্তায় প্রকাশিত গাইবান্ধায় কবিরাজ মাহাবুরের নামে ভন্ড এবং প্রতারণার খবরটি মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন, যা উদ্দেশ্যপ্রোনদিত। মূলত যারা সংবাদটি প্রকাশ করেছে তারা কবিরাজ মাহাবুরের কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে ফেসবুকে বিভ্রান্তিমূলক পোস্ট ও সংবাদ প্রকাশ করে। সরেজমিনে কবিরাজ মাহাবুরের এলাকায় গিয়ে জানা যায় সেখানে তার বেশ সুনাম রয়েছে। তিনি মূলত আয়ুর্বেদিক চিকিৎসা দিয়ে থাকেন।
তিনি o তার এলাকাবাসী উক্ত ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।