সেতু ইসলাম
মিরপুর এক নাম্বারের প্রাণকেন্দ্র সনি স্কয়ারের পাশেই জিমার্ট শপিংমলের সামনে ১৫ ই জানুয়ারি ২০২৫ আনুমানিক ৮.১০ মিনিটের সময় এ ঘটনা ঘটে। জিসান মানি চেঞ্জার কোম্পানি দারুস সালাম রোর্ডের সংহিতা ভবনের ২য় তলায় অবস্থিত।
কতৃপক্ষের বক্তব্য অনুযায়ী রাত আনুমানিক ৮ ঘটিকার সময় অফিস থেকে ব্যাগে করে টাকা নিয়ে বাসায় যাচ্ছিলেন তিনজন। এর পর জিমার্টের সামনে দুইটা মোটরসাইকেল তাদের সামনে এসে পথ আটকে অস্ত্রের মুখে সাথে থাকা ১ কোটি টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এসময় কয়েক রাউন্ড গুলি করার কথাও বলেছেন তারা।তবে ভিকটিমদের কেউ হতাহত হয় নি বলে জানা যায়। এরপর পুলিশ এসে তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছিনতাইকারীদের সনাক্ত করতে চলছে চুল ছেঁড়া বিশ্লেষণ। উল্লেখ্য যে জিসান মানি চেঞ্জার অফিস থেকে ঘটনাস্থলের দূরত্ব ৮ থেকে ১০ মিনিট।এ ঘটনায় মিরপুরবাসী আতঙ্কিত।