এম জাফরান হারুন::
পটুয়াখালীর বাউফল উপজেলায় নারী নির্যাতন সহ শ্লীলতাহানির ঘটনায় মোঃ ইমরান মৃধা নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে বাউফল থানা পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার নওমালা ইউনিয়নের নগরের হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ ইমরান মৃধা (৩২), আদাবাড়িয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মাধবপুর গ্রামের বাসিন্দা মৃত ফোরকান মৃধার ছেলে। ইমরান ইউনিয়ন যুবদলের সদস্য সচিব বলে জানা গেছে।
এব্যাপারে ভুক্তভোগী পরিবারের মধ্যে বাদী মোসাঃ রুনু বেগম বলেন, আসামীরা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী লোক। তারা আমাদের কবরস্থান ভেঙে ঘরের মালামাল লুটপাট করে নিয়ে যায়। তাতে আমি বাধা বিপত্তি করলে আমাকে এলোপাতাড়ি পিটিয়ে কুপিয়ে আহত করে এবং আমার পড়নের কাপড় চোপড় টেনে হিঁচড়ে ছিড়ে ফেলে শ্লীলতাহানি ঘটায়। পরে আমার গলায় থাকা স্বর্নের চেইন সহ মোটা অংকের টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। তাই বাউফল থানায় চলতি মাসের গত ৯ জানুয়ারি এক নাম্বারে ইমরান মৃধার নাম উল্লেখ সহ ৫ জনের নাম দিয়ে আরও অজ্ঞাত ৫/৬ কে আসামি করে এজাহারের জন্য লিখিত আবেদন করলে মামলা দায়ের হয়। আমি সবার গ্রেফতার পূর্বক বিচার দাবি করছি।
এবিষয়ে বাউফল থানার ওসি কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লিখিত এজাহারের ভিত্তিতে থানায় মামলা রুজু করা হয়। যাহার নং ৬, তারিখ-১১/০১/২০২৫ ইং। ১নং আসামী ইমরান মৃধাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক বিভিন্ন অভিযোগ রয়েছে থানায়। অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।