কাতার প্রতিনিধি,মোস্তাক আহমেদ বাপ্পি:
৩০ শে জানুয়ারি বৃহস্পতিবার রাতে কাতারের রাজধানী দোহার আমান উল্যাহ রেস্টুরেন্টে “এস এ টিভি যুগপূর্তি ও ১৩ বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এস এ টিভি কাতার প্রতিনিধি আহসান উল্যাহ সজিব এর সঞ্চালনায়, এস এ টিভি দর্শক ফোরাম কাতার এর সভাপতি ব্যবসায়ী শিবু দত্ত এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম।
*দেশ থেকে ভার্চুয়াল বক্তব্য রাখেন এস এ টিভির বার্তা সম্পাদক মাহমুদ আল ফয়সাল* ।
বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের শ্রম কাউন্সিলর মাশহুদুল কবির ,ইন্জিনিয়ার এম শাখওয়াত খাঁন সিআইপি ,ওসমান গণি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মাহবুবুর রহমান বাবু ,সাংবাদিক আমিনুল হক কাজল, ই এম আকাশ,ইউসুফ পাটোয়ারী লিংকন,আকবর হোসেন বাচ্চু , ,মারুফ হোসেন,আলী আহমদ ,রেজাউল করিম রেজু সহ এস এ টিভির অনেক শুভানুধ্যায়ী।
এসময় বক্তরা দর্শক নদ্দিত এস এ টিভি ১৩ তম বর্ষে এস এ টিভির সফলতা কামনা করেন।