সম্পাদকীয় প্রতিবেদন ( ইসমাইল হোসেন সৌরভ)
৭ ফেব্রুয়ারী ২০২৫ রোজ শুক্রবার জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো লিজেন্ডারি ব্যাচ ৯/১১ ( আইডিয়া বক্স, ট্রাভেলিং এন্ড ফুড লাভার)গ্রুপের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী।সকালে সূর্য উদয় হতেই আই ডি ই বি ভবনে বসেছে এক বিশাল প্রাণের মেলা।
সারাদেশ থেকে উপস্থিত হতে শুরু করে এসএসসি ০৯ এবং এইচএসসি ১১ ব্যাচের বন্ধুরা।
সকাল ১০ টায় কোরআন তেলওয়াত এর মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠান।এর পর জাতীয় সংগীত পরিচয় পর্ব শেষ করে চলে যায় কর্মসূচি বাস্তবায়নের এক এক ধাপ এগিয়ে নিতে।
অনেক দিন পর বন্ধুদের কাছে পেয়ে আবেগে আপ্লূত হয়ে পরে অনেকেই।খুনসুটিতে মেতে ওঠে সবাই।এক কালারের টি শার্ট পরিধান করে সবাই ছবি তুলতে ব্যস্ত হয়ে পরে।
দুপুরে ছিলো বাহারি খাবারের আয়োজন।দুপুরের খাবার শেষে শুরু হয় মূল আকর্ষন সাংস্কৃতিক পর্ব।প্রোগ্রামে আসা বন্ধুদের মিলনমেলায় মুখরিত ছিলো চার পাশ। বন্ধুদের মনোমুগ্ধকর নাচে গানে মাতিয়ে তোলে মঞ্চ।আনন্দ শতগুণ বাড়াতে উপস্থিত হয় জনপ্রিয় সংগীত শিল্পী সুজন আহমেদ সহ অনেকেই।
এর পর সম্মাননা ক্রেষ্ট সহ লটারি বিজয়ীদের মাঝে পুরুষ্কার তুলে দেন আয়োজন কমিটির নেতৃবৃন্দ।এ বছর লটারির বিশেষ আকর্ষন ছিলো ১ নং পুরুষ্কার বিজয়ীর হাতে হজ প্যাকেজ তুলে দেন খিদমা গ্রুপের পক্ষ থেকে ইউসুফ মাহমুদ তৌসিফ।
এ সময় সাংবাদিক জুয়েল বলেন- অনেক দিন পর বন্ধুদের মিলনমেলায় এসে আমি আনন্দিত, সকালের প্রতি রইলো শুভকামনা।
আরেক বন্ধু দৈনিক বিডি ক্রাইম টাইমস পত্রিকার সম্পাদক সৌরভ আহমেদ বলেন এই গ্রুপের মূল উদ্দেশ্য হলো আমাদের হারিয়ে যাওয়া বন্ধুদের ফিরে পাওয়া।এটা আমাদের প্রাণের গ্রুপ।
বন্ধুরা বন্দী থাক ভালবাসার বন্ধনে।আয়োজনে দায়িত্ব প্রাপ্ত বন্ধুরা বলেন এমন একটা মিলনমেলার আয়োজন করতে পেরে আমরা আনন্দিত।
সকলের সহযোগিতায় এমন আয়োজন করতে পেরেছি। সকলের প্রতি কৃতজ্ঞতা জানান আয়োজক কমিটি। সকলের সাফল্য কামনায় অনুষ্ঠানের বিদায়ের ঘন্টা বাজে।