1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন
Title :
আসন্ন নির্বাচনে নেত্রকোণা-৩ দাঁড়িপাল্লার প্রার্থী -অধ্যাপক খায়রুল কবীর মিরপুরে প্রকাশ্য দিবালোকে ১০৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ প্রায় বত্রিশ লক্ষ টাকাসহ মূল হোতা মোঃ বিল্লাল হোসেনসহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব কাতার- আসবে ঢাকা জেলা বিএনপি’র সভাপতি খন্দকার আবু আশফাক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে বরমী ইউনিয়ন ছাত্রদলের লিফলেট বিতরণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন, সংসদীয় আসন- ৫২ তানোর ও গোদাগাড়ীর, মানুষ কাছে সবার শীর্ষে, মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন বরগুনায় ৫ বছর খুটি গেড়ে আছেন জেলা শিক্ষা অফিসার জসিমউদদীন (পর্ব -১) বগুড়ার বীরগ্রাম এলাকায় সেনা যানবহন দুর্ঘটনা: স্থানীয় জনগণ, পুলিশ ও ফায়ার সার্ভিসের আন্তরিক সহযোগিতায় দ্রুত উদ্ধার কার্যক্রম বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর মহানগরের উদ্যোগে ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বরগুনায় বিএনপি’র ৩১ দফা প্রচারে জনসভায় তিন মনোনয়নপ্রত্যাশী বরগুনায় এক শিক্ষককে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবিতে অপহরণ ও পাশবিক নির্যাতনের অভিযোগ

রংপুরে জবরদখল করে বিলের মাছ বিক্রি ও ফলের গাছ কর্তন’র অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৮৯ Time View

শরিফা বেগম শিউলী,স্টাফ রিপোর্টার

রংপুর নগরীর ১৪ নং ওয়ার্ডের মনোহরপুর ও বড়বাড়ী মৌজাস্থ “মনোহরপুর সিংগিমারী বিল জলমহল” থেকে জবরদখল করে মাছ উত্তোলন করার অভিযোগ উঠেছে একই এলাকার মারুফগং এর নামে। অভিযোগ সূত্রে জানা যায়, কুন্ডি কিসামত মাধবপুর মৎসজীবী সমবায় সমিতি লিঃ” প্রায় দীর্ঘ ১২ বছর যাবত “মনোহরপুর সিংগিমারী বিল জলমহল” জেলা প্রশাসকের কাছে  লিজ নিয়ে মাছ চাষাবাদ করে আসছে। একই সঙ্গে বিল সংলগ্ন জমিতে গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করার পাশাপাশি জীবিকা নির্বাহ করিয়া আসিতেছে। বিল দেখাশোনার দায়িত্বে থাকা গোলাম আজম বলেন, দেশের অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ কাজে লাগিয়ে কিছুদিন হইতে মারুফগং বিলের মাছ ও জমিতে লাগানো গাছের ক্ষতি করবে বলে বার বার ভয় দেখায় এবং অবৈধভাবে বিল দখলের চেষ্টা করে আসছে। বিষয়টি লিখিতভাবে অভিযোগ আকারে লিখে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসারকে অবগত করি। এরপর পুলিশ ঘটনাস্থলে আসে বিস্তারিত শুনে দুইপক্ষকেই বলে সরকারিভাবে লিজ না পাওয়া পর্যন্ত জলমহলটি নিয়ে কেউ জবরদখল করবেন না। ইতোমধ্যে মাছ উত্তোলনের সময় হয়ে যায়। এরই ধারাবাহিকতায় ০৪/০৭/২০২৫ ইং তারিখে সকাল ১০ টার সময় মারুফগং  মনোহরপুর ও বড়বাড়ী মৌজাস্থ জায়গায় এসে “মনোহরপুর সিংগিমারী বিল জলমহল” জবরদখল পূবর্ক সেখান থেকে দুপুর ১২টার দিকে বিল থেকে প্রায় ৫ থেকে ৭ মণের মত বিভিন্ন প্রজাতির মাছ উত্তোলন করে। যার মূল্য প্রায় ৫০,০০০/- টাকার মাছ নিয়ে যায় এবং যাওয়ার সময় বিল সংলগ্ন জমিতে থাকা কলা বাগানের ফল ধরা গাছ গুলো কেটে ফেলে যার মূল্য প্রায় ৩০,০০০/- টাকা। ভুক্তভোগী বলেন,হঠাৎ দেড় মাস আগে মারুফসহ কয়েকজন ছেলে মিলে আমার মাছ ছাড়া জলমহল বিলে জোড় করে পোনামাছ ছাড়তে আসে,এসময় আমি মারুফগংকে বাঁধা দিলে তারা আমাকে ধাক্কাধাক্কি করে আমাকে গুলি করে মারবে বলে হুমকি দিয়ে যায়।
একই সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও বিভিন্ন প্রকার ভয়ভীতি হুমকি দেখায়।এ বিষয়ে মারুফকে মুঠোফোনে কল দিলে তিনি জানান, আমরা সরকারি নিয়মে আবেদন করে লিজ পেয়েছি। আমাদের কাছে সব কাগজপত্র আছে। তার কাছে কাগজ দেখতে চাইলে মারুফ বলে আমি ঢাকায় আছি। আপনি একটু অপেক্ষা করেন। আমি আপনাদের সঙ্গে কথা বলার জন্য এলাকা থেকে কয়েকজনকে পাঠিয়ে দিচ্ছি।পরবর্তীতে ফেরদৌস, মোস্তফা ও আজাদ নামের কয়েকজন এসে বলে, মারুফ ভাই আমাদেরকে পাঠিয়েছে। তাদেরকে লিজ নেওয়ার বিষয়ে জিজ্ঞাসা করলে তারা বলেন, আমরা লিজের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছি। আমাদের বিডি বেশি হওয়ায়, ডিসি অফিসের লিজ কর্মকর্তার পরামর্শে, আমরা এসে এই বিলটা দখল করি।।এই বিষয়ে জানতে চাইলে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বলেন, এই বিষয়ে এর আগেও ঝামেলা ও অভিযোগ হয়েছিল পুলিশ গিয়ে সমাধান করে এসেছিলো। আবারও অভিযোগ দিয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved