1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৩:১০ পূর্বাহ্ন
Title :
১৫ বছর মামলা হামলা নির্যাতনেও রাজপথে ছিলেন যুবদল নেতা সোহেল রহমান ! ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রূপগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী টুটুলের সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা ফুলছড়ি’তে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ লটারি কার্যক্রম স্থগিত বরগুনায় বৃষ্টির পানিতে তলিয়ে গেছে,লোকালয় ঘরবাড়ি, বাড়ছে ডেঙ্গু ও সংক্রামক রোগের শঙ্কা বরগুনার বিভিন্ন পেশার মানুষ বিপদে শত্রুতা করে সবজির বাগান কেটে দিল দুর্বৃত্তরা বরগুনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল এলাকাজুড়ে চরম উত্তেজনা সাংবাদিক পরিচয়ে ফেইসবুকে অপপ্রচার,ভুক্তভোগী নারীর থানায় জিডি জেলা বিএনপির নতুন নেতৃত্বের বাউফলে অভিষেক, হাজারো নেতাকর্মীর সংবর্ধনা  গাজীপুরের বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় তৈরি ৩০ বোতল হুইস্কিসহ রাজন মিয়া নামের এক মাদক কারবারিকে আটক করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা উত্তর বিভাগ শ্রীপুরে নিষিদ্ধ পলিথিন ব্যাগ তৈরির কারখানায় সাংবাদিকের উপর হামলা, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা প্রতিবাদ

বরগুনায় বৃষ্টির পানিতে তলিয়ে গেছে,লোকালয় ঘরবাড়ি, বাড়ছে ডেঙ্গু ও সংক্রামক রোগের শঙ্কা বরগুনার বিভিন্ন পেশার মানুষ বিপদে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৭৯ Time View

রেদওয়ানা আফরিন রিপোর্টার

বরগুনা জলজট ও মশার দাপটে জনজীবন নাজেহাল
আষাঢ়ের শুরুতেই কয়েক দিনের বৃষ্টিতে বরগুনা বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, বছরের পর বছর সংস্কারবিহীন পুরাতন ড্রেন, এবং যত্রতত্র পলিথিন ফেলার কারণে ড্রেনগুলো বন্ধ হয়ে পড়েছে। ফলে ভারী বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে ঘরবাড়ি, সড়ক এবং নিচু অঞ্চল।
সরেজমিনে ঘুরে দেখা যায়, বরগুনা লেক পট্টি রোড, আর্দশ স্কুলের সামনের রোড, কলেজ রোড , পশু
হাসপাতাল সড়ক, কাঠ পট্টি সড়ক, ২ নং গৌরীচন্না ইউনিয়নে সোনালি পারা সংলগ্ন এলাকাগুলোর বেশিরভাগ ড্রেন এখন পানিতে টইটম্বুর। অনেক ড্রেনের উপর নেই কোনো ¯গ্যাব, আবার কিছু ড্রেন মাটি, ইট-পাথর ও পলিথিনে ভরাট হয়ে গেছে। ফলে বৃষ্টির পানি উপচে উঠে এসেছে সড়কে, ঢুকে পড়েছে বাড়িঘরে।
জলাবদ্ধ পানিতে সৃষ্টি হয়েছে মশা, মাছি ও পোকামাকড়ের ভয়ঙ্কর উপদ্রব। স্থানীয়রা জানায়, রাত-বিরাতে মশার কামড়ে ঘুমানো দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এ অবস্থায় ডেঙ্গু, চিকুনগুনিয়া, জ্বর এবং করোনার মতো রোগের প্রকোপ মারাত্মকভাবে বেড়ে যেতে পারে।
সোনালি পারা নতুন রাস্তা থেকে খেজুর তলা কৃষি অফিস পর্যন্ত অনেক বাড়ি বর্তমানে হাঁটু পানি ডুবে রয়েছে। গত কয়েকদিনের থেমে থেমে বৃষ্টিতে ২, ৩ ও ১ নং ওয়ার্ড-এর নিম্নঞ্চলসহ প্রায় সব এলাকাই জলজটে আক্রান্ত হয়েছে। ফলে শিশু, বৃদ্ধ ও কর্মজীবীদের চলাফেরা সীমাহীন কষ্টকর হয়ে উঠেছে।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, বরগুনা সিটি করপোরেশনের পক্ষ থেকে শত শত কোটি টাকার জলাবদ্ধতা নিরসন প্রকল্প বাস্তবায়ন করা হলেও বাস্তবে এর কার্যকারিতা নেই বললেই চলে। অধিকাংশ স্থানে ড্রেন নির্মাণের কাজ অসম্পূর্ণ, খনন হয়নি বা কোথাও কোথাও এমনভাবে করা হয়েছে যা জলাবদ্ধতা আরো বাড়িয়েছে।
এলাকার এক প্রবীণ নাগরিক বলেন, যে উন্নয়নের কথা বলা হয়, তা কাগজে-কলমে। মাটি আর পানির নিচে বাস করছি আমরা। রাস্তার উপর দিয়ে পানিতে হাঁটা যায় না, আবার ঘরের ভেতরেও পানি!
বরগুনার বাসিন্দারা বলেন, শুধু প্রকল্প গ্রহণ নয়, সঠিক তদারকি ও বাস্তবায়ন জরুরি। নইলে সামনের দিনগুলোতে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। এদিকে বট তলা খেজুর তলা এলাকার পান চাষি খিতিস হাওলাদার বলেন মুসল দারা বৃষ্টিতে পানের বর পাতা ডুবে যাচ্ছে পরে যাচ্ছে অন্য দিকে পানের দাম ও কম কিভাবে চলবো আমরা চাল কিনতে কষ্ট হয়ে যায়, কেমনে খাবো ভাত। অপর দিকে মস্যৎ চাষি আতিকুর রহমান আজাদ বলছে মুসল দারা বৃষ্টিতে মাছের ঘের, পুকুর, ডোবা ডুবে যাচ্ছে যে মাছ চাষ করছি তার অর্ধেক ও আছে কিনা সন্দেহ কেমনে চলবে দিন এই রকম হলে বেঁচে থাকা দায়। বিষ্টি জন্য দেখা যাচ্ছে না ধানের বীজ অন্য দিকে বেরে গেছে তরকারির দাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং