1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ১১ মে ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন
Title :
১৯মে রোজ সোমবার জলঢাকায় ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের গণসংর্বধনা অনুষ্ঠান উপলক্ষে উপজেলা বিএনপির প্রস্তুতিসভা অনুষ্ঠিত সাভারের ভাকুর্তা ইউনিয়নে গড়ে উঠেছে গাড়ির পরিত্যক্ত টায়ার পুরানোর অবৈধ কারখানা বরগুনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৮ (আট) কেজি গাঁজা উদ্ধার সহ ০২ জন আসামী গ্রেফতার ইন্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন স্ত্রীর মামলায় গ্রেফতারী পরোয়ানার খবর পেয়ে স্ত্রী শাবনুর সহ শ্বশুর কে প্রাননাশের হুমকি রাজনীতিতে শত্রু চিহ্নিত করতে পারাটা জরুরী  -আলতাফ হোসেন চৌধুরী  জলঢাকা উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চলতি দায়িত্বপ্রাপ্ত শিক্ষকগনের পদোন্নতির লক্ষ্যে কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত গাজীপুরে নারী সাংবাদিকের সাথে তিতাসের ম্যানেজারের অসৎ আচরণের অভিযোগ বাউফলে লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন পন্ড, বিএনপি নেতার দাবী অনর্থক অপরাজনীতি রংপুরে দুই উপজেলায় পরীক্ষার সেন্টারে নকলের ভিডিও করায় ৬ সাংবাদিকের উপর হামলা

নীলফামারী শহরে অসহায় মানুষদের মাঝে বিনামূল্যে দেওয়া হচ্ছে খাবার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ৬৭ Time View

মোঃরেজাউল ইসলাম লিটন নীলফামারী জেলা প্রতিনিধিঃ

২৯ শে জানুয়ারি ২০২৪ (সোমবার)দুপুরে নীলফামারীর পিটিআই মোড়ে রাস্তার পাশে বাস থেকে নেমেই দেখা যায় বেশকিছু ছিন্নমূল মানুষ রাস্তার ধারে বসে খাচ্ছে খাবার।সঙ্গে চারপাশে ব্যানারে লেখা ‘মানবতার হোটেল’। যেখানে আছে বসার সুন্দর জায়গা , প্লেট,খালি, হাড়ি আর ছোট ছোট পানির ড্রাম। তার সামনে এক ঝাক তরুণ স্বেচ্ছাসেবী খাওয়ানোর কাজে অনেক ব্যাস্ত দেখা যায়। কাছে গিয়ে পরিচয় দিয়ে ‘মানবতার হোটেলের’ বিষয়ে জানতে চাইলে আবু তালেব নামের এক সদস্য কে বলেন, এখানে ছিন্নমূল অসহায় মানুষদের বিনামূল্যে খাবার দিচ্ছি আমরা।

দুপুরের খাবার বিতরণের শেষের দিকে হোটেলের দুই জন ভলান্টিয়ারের হাতের ফাইল ঘেঁটে দেখা যায়, ফাইলটিতে ব্যক্তির নাম, বয়স ও পেশা বিবরণ সহ সুন্দর করে লেখা আছে। বয়স বিশ্লেষণ করে দেখা যায়, সেখানে খেতে যাওয়া অধিকাংশই বৃদ্ধ ও মধ্যবয়সী এই মানবতার হোটেলে খেতে আসছে।

হোটেলটির পরিচালক তুহিন ইসলাম বলেন, ছিন্নমূল, অসহায়, রিকশাচালক, ফেরিওয়ালা, চা দোকানদার এমনকি পথচারীরাও এখান থেকে বিনা টাকায় খাবার খেতে পারেন। আজকে ২০০শত জনের বেশি মানুষ খাবার খেয়েছে। দুপুর ১২ টা থেকে ২টা পর্যন্ত মাঝে মাঝে বিকেল ৩টা পর্যন্ত খাবার থাকে আমাদের কাছে যে কেউ এখানে খাবার খেতে পারবেন। তবে আজ এখানে ২টার পরেই খাবার শেষ হয়ে গেছে।

পাশেই চা-বিস্কিটের দোকান চালান। দোকানি জামাল উদ্দিন চাচা,বলেন, আমার ছোট দোকান বাবা সারা দিনে বিক্রি করি দুই শত টাকা এ দিয়ে সংসার চলে না। আর বাসায় গিয়ে খেতে সময় লাগে দোকান বন্ধ থাকলে সেটুকুও বিক্রি হবে না । আশপাশে খাবার হোটেল নেই যে কম টাকায় খাবো। তাই এখানে বিনা টাকায় খাই। মানবতার হোটেল আমার জন্য একটা আর্শীবাদ বলা যায়। তাদের এ উদ্যোগ অনেক মহৎ।

এসময় বিনামূল্যের খাবার খেয়ে পাশের রাস্তার ফুটপাতে কয়েকজনকে ঘুমিয়ে থাকতে দেখা যায়। যাদের বেশিরভাগই নীলফামারীর ফুটপাতের ছিন্নমূল মানুষ।

খোঁজ নিয়ে জানা যায়, ‘মানবতার হোটেল’ মূলত একটি স্বেচ্ছাসেবী সংগঠন পোভার্টি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রজেক্ট। সংগঠনটির বেশ কিছু সদস্য রয়েছে। তারা এলিভেন মেম্বার নামে একটি টিম গঠন করছে দিন ১১ টাকা হারে আর্থাৎ মাসে ৩৩০ টাকা করে চাঁদা দিয়ে মাস শেষে টাকাগুলো একত্রিত করে। কিছু শুভাকাঙ্ক্ষীদের যৌথ আথার্য়নে। এই ভালো কাজগুলো করে আচ্ছে জানিয়েছেন । এমন শর্তে ২০১৮ সাল থেকে বিভিন্ন জায়গায় ছিন্নমূল মানুষদের খুঁজে ভ্রমমাণ ভাবে খাবার খেয়ে আসছেন তারা। এখন নীলফামারী জেলার পিটিআই মোড়ে প্রথম চালু হয় ‘মানবতার হোটেল’।তাদের অর্থ সংকটের কারণে সপ্তাহে একদিন খাওয়ানো সিদ্ধান্ত নেন তারা। পরবর্তী সময়ে সকলের সহযোগিতা ও ভালোবাসার মধ্য দিয়ে প্রতিদিন খাওয়ানোর কার্যক্রম শুরু করবেন সেখানে ।এরপর একে একে রংপুর ও রাজধানীতে‘মাবতার হেটেল’ এর মাধ্যমে বিনামূল্যে অসহায় ছিন্নমূলদের খাবার খাওয়াবেন এই আশা করেন তারা।হোটেলে খাবারের মধ্যে থাকে খিচুড়ি, ডিম, সবজি কিংবা মাংস ডাল, সাদা ভাত। তৃপ্তি সহকারে খেতে পারেন যে কেউ।

নীলফামারী পিটিআই মোড়ের মানবতার হোটেলের সদস্য ফেরদৌস ইসলাম, জিয়ারুল ইসলাম(জিয়া),আল-আমিন, তারা জানান,তাহারা ভালো লাগার জায়গা থেকেই নিজেকে এ কাজের সঙ্গে যুক্ত করেছেন। মানুষকে খাওয়াতে পেরেই তাদের আনন্দ। এমন ভালো কাজের সঙ্গে থাকতে পারে নিজের প্রতি তাদের গর্বও হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং