মো.জাকির হোসেন রিংকু
ভ্রাম্যমাণ প্রতিনিধি
সমগ্র প্রশংসা ও কৃতজ্ঞতা সেই মহান দয়াময় প্রভু মালিক আল্লাহর জন্য, যিনি সর্ব জীবাত্মার দিলের-দিল দেখে,তিনি মাটির অতলে ও সপ্ত-গগনমন্ডলে এবং ইহজগৎ সহ পরকালের সর্বময় রয়েছেন।
আসুন অতীতের ভুল ত্রুটি গুলো শুধরে নিয়ে আগামী দিনগুলোতে আল্লাহ তাআলা ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সন্তুষ্টি মোতাবেক চলার প্রত্যয় নিয়ে নতুন বছরকে,অন্তরের গহীনের কুসুম কাননের পুষ্পের তোড়ার প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।