মোঃ রয়িসুল সরকার রোমন,স্টাফ রিপোর্টার:
লালমনিরহাট জেলার আদিতমারী থানাধীন ৮নং মহিষখোচা ইউপি এলাকায় অদ্য ২৭/০৭/২০২৩ খ্রিঃ আদিতমারী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে আদিতমারী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে পারি ডিং ১২/২২ (কালিগঞ্জ), সংক্রান্তে ৩ মাসের সাজা ও জিআর নারী শিশু ১০৫/২০২০ এবং সিআর ৫৬/সি (বগুড়া সদর)সহ মোট ৩ টি গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ সোহেল রানা, পিতা মোঃ আনোয়ারুল, সাং দক্ষিন বালাপাড়া, থানা আদিতমারী, জেলা লালমনিরহাটকে গ্রেফতার করতঃ অদ্য ২৭/০৭/২০২৩ খ্রিঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকারী অফিসার এসআই কমল কিশোর ঘোষ, এসআই মতিউর রহমান, এ এস আই আমিনুল ইসলাম, এসআই পলাশ চন্দ্র বর্মন ও সঙ্গীয় ফোর্স আদিতমারী থানা, লালমনিরহাট।