আবেদ আহমেদ – বিশেষ প্রতিনিধি।
২৯ সেপ্টেম্বর শুক্রবার বাংলাদেশ কো অপারটিভ বুক সোসাইটি হল রুম ঢাকায় শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যােগে নব গঠিত কমিটির পরিচিতি সভা ও মাসিক সাহিত্য আড্ডা এবং নবনির্বাচিত কমিটির সকল সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব মো: মজিবুর রহমান এর সঞ্চালনায় সাংগঠনিক সম্পাদক সারোয়ার মাহিন এর সার্বিক তত্বাবধায়নে শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ সোহাগ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সংগঠক মাহমুদুল হাসান নিজামী, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মোমেন মিয়া, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ নেছার আলী, শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের মুখপাত্র অধ্যাপক মো : মাহবুবর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবুল বাশার, আবুল কালাম আজাদ, কোমল দাস সৈয়দ তৌফিক কামাল, শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের মহাসচিব মো : আবুল কালাম আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ রুস্তম আলী সহ শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের সম্মানিত সদস্যবৃন্দ। বক্তারা শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের সামাজিক ও মানবিক কাজের ভূয়সী প্রশংসা করেন।