নাঈম ইসলাম,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জ কটিয়াদীতে ইঁদুর মারার বিষ খেয়ে রাফিয়া আক্তার ঝর্ণা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২২ অক্টোবর )রাতে কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়ন দক্ষিণ চরপুক্ষিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত -রাফিয়া আক্তার (ঝর্ণা) দক্ষিণ চরপুক্ষিয়া মধ্য নয়াপাড়া গ্রামের মো: মিল্টন মিয়ার মেয়ে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, নিহত শিশু ঝর্ণা মাটিতে বসতে পারলেই কোন না কোন জিনিস মুখে দেওয়া তার অভ্যাস রয়েছে । তেমনি সে জালালপুর সেজুর মোড় গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে গিয়েছিলো ২ দিন আগে। নানার বাড়ির ঘরের কর্নারে ইঁদুর মারতে রাতে ফাস্ট ফুডের মত দেখতে ইঁদুরের বিষ রেখে ছিলো। ছোট এই ঝর্ণা শনিবার সকালে তা দেখতে পেয়ে খানিকটা খেয়ে ফেলে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কটিয়াদী স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক ঝর্ণাকে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে। সেখানে তার অবস্থা অবনতি হওয়ায় রবিবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
কটিয়াদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই)সোহরাব হোসেন জানান, খবর পেয়ে পরিদর্শনে জান এবং ঘটনা সত্যতা নিশ্চিত করে পরিবারের সদস্যদের দাবির পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়।