তানভীর খান
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বোড বাজারে ঢাকা টাংগাইল মহাসড়ক এ গাড়ি ধাক্কায় নিহত এক জন। রাস্তা পারাপারের সময় হঠাত অজ্ঞাত অবস্থায় একটি ১৬ চাকার গাড়ি সাহাজাতপুর ট্রাভেলস ট্রাক ধাক্কা মারায় চেহারা ছিন্ন বিছন্ন হয়ে গেছে চেনা যাচ্ছে না অধ্য মহিলাকে। স্থানীয়রা জানান, হঠাৎ একটা গাড়ি এসে ধাক্কা মারে আর এমন একটা দুর্ঘটনা ঘটে।
এমন ঘটানা শুনে কালিয়াকৈর থানার এস আই আলম বলেন, লাশ চন্দ্রা পুলিশ বক্স এ পাঠানো হয়েছে এমন ঘটনা শুনেই আমরা দ্রুত এসে দেখি ঘটনা সত্য