এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী::
পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুর রহমান হাসানের একটি নির্মাণাধীন তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে রবিউল খান (১৮) নামের এক রং মিস্ত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ই নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে পৌর শহরের ৪নং ওয়ার্ডের শাহী মসজিদ রোড এলাকায় এ ঘটনা ঘটে। মৃত রবিউল পৌর শহরের ৫ নং ওয়ার্ডের শান্ত গ্রামের রফিজ খানের ছেলে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রবিউল ওই নির্মাণাধীন ভবনে রংয়ের কাজ করছিলেন। এ সময় ভবন সংলগ্ন বিদ্যুত সঞ্চালন লাইনের তারের সাথে রংয়ের রোলার লেগে স্পৃষ্ট হয়ে রাস্তায় ছিটকে পরে যান তিনি। স্থানীয়রা দ্রুত রবিউলকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বাউফল থানার ওসি আরিচুল হক বলেন, এ ব্যাপারে কেউ অভিযোগ করেননি। তবে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।