জুলহাস আহমেদ, বরগুনা:
বরগুনায় যুবলীগ নেতার হত্যার বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার।
বৃহস্পতিবার (০৯ নবেম্বর) সকাল সাড়ে দশটায় বাংলাদেশ রিপোটার্স ক্লাবের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে নিহত যুবলীগ নেতা কামালের ছোট ভাই দুলাল পঞ্চায়েত।
বামনা উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামাল পঞ্চায়েত হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলনে তার একমাত্র ছোট ভাই দুলাল পঞ্চায়েত লিখিত বক্তব্যে বলেন, গত ১০/০৮/২০২৩ ইং তারিখ বড়ভাই কামাল পঞ্চায়েতের বাসভবনে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ বিষয় বামনা কোর্টে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। দীর্ঘদিন আমাদের জমি সংক্রান্ত বিষয় নিয়ে আবু সালেহ, ফয়সাল ও ছালাম এদের সাথে বাড়ী সহ আমাদের ফসলী জমি নিয়ে রিরোধ চলে আসছে এবং কালাম গং সহ একই এলাকার আরো কিছু লোকের সাথেও আমাদের জমি জমা নিয়ে দীর্ঘদিন মামলা চলছে। আমার ভাইয়ের হত্যায় এরাই জড়িত রয়েছে বলে আমার বিশ্বাস। আমি ও আমার ভাই কামাল দীর্ঘদিন ওদের ভয়ে বাড়িতে আসতে পারিনি। আমাদরকে বিভিন্নভাবে ভয়-ভীতি দেখাতো এবং আমাদেরকে মেরে ফেলবে বলে একাধিকবার হুমকি দিয়ে আসছে।
তিনি আরো বলেন, ১৯৯১ সালে জমি সংক্রান্ত বিষয়ে আমার বাবাকেও নির্মম ভাবে হত্যা করা হয়েছিল। আমার দৃঢ় বিশ্বাস সেই উত্তরসূরীরাই আমার ভাইকে নির্মমভাবে হত্যা করেছে। আমার
ভাইয়ের হত্যা মামলাটিকে অন্যদিকে প্রভাবিত করার জন্য একটি কুচক্র মহল ষড়যন্ত্র করছে। আমি ও আমাদের পরিবারের সকলে এখন জীবন নিরাপত্তহীনতায় ভূগছি। উক্ত অভিযুক্তরা প্রতিনিয়ত আমি সহ আমার পরিবারকে জীবন নাশের হুমকি দিচ্ছে।
এসময় তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও বরগুনা জেলা প্রশাসনের কাছে তার ভাই যুবলীগ নেতা কামাল পঞ্চায়েতের রহস্যজনক হত্যার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সঠিক বিচারের দাবী জানায়।