মোঃরেজাউল ইসলাম লিটন, নীলফামারী জেলা প্রতিনিধিঃ
শুক্রবার ১০নভেম্বর জুম্মার নামাজ শেষে জেলা সদর পলাশবাড়ী বাজারস্থ জামে মসজিদের তিনতলা ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে।
অত্র জামে মসজিদ উদ্ভোদন কালে উপস্থিত ছিলেন ইমাম সাহেব ,জনাব,হাফেজ মোঃছালামতউল্লাহ( সোহাগ) অত্র মসজিদ কমিটির সভাপতি জনাবঃ
মো: ইব্রাহিম তালুকদার, চেয়ারম্যান পলাশবারী ইউনিয়ন পরিষদ, সহ-সভাপতি শহিদুল ইসলাম, সেক্রেটারি মো:আব্দুল বারেক, ক্যাশিয়ার মোঃ শাহাদাত হোসেন, আর-ও স্থানীয় গান্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।এ সময়ে ভিত্তি প্রস্তর শেষে মোনাজাত করা হয়।
অর্থ দানে,সহযোগিতার জন্য যোগাযোগ /সেক্রেটারি মোঃ আব্দুল বারেক মোবাইল নাম্বার-01765 793627