মো: রাসেল মোল্লা,রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ জাতীয় ছাত্র সমাজ আব্বায় কমিটি ঘোষণা করা হয়েছে৷ গতকাল ১২নভেম্বর রবিবার নারায়ণগঞ্জ জাতীয় পার্টির অফিসে এক আলোচনা সভায় এই কমিটি ঘোষণা করা হয়৷ কমিটি ঘোষণা করেন সভাপতি জাতীয় ছাত্র সমাজ নারায়ণগঞ্জ জেলা মো:শাহাদাত হোসেন রুপো ও সাধারণ সম্পাদক জাতীয় ছাত্র সমাজ নারায়ণগঞ্জ জেলা মো:রবিউল আউয়াল ওই কমিটিতে মো:রবিন চৌধুরী রনি কে আহ্বায়ক মো:রমজান আলী কে সদস্য সচিব করে ৩১সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়৷ কমিটিতে আরো ছিলেন মো: আরাফাত সিনিয়র সহ-সভাপতি মো: রতন, মিয়া যুগ্ন আহবায়ক মো:রনি,মো:আমিনুল, যুগ্ন আহবায় মো:তাইজুল, যুগ্ন আহবায়ক মো: সাব্বির, যুগ্ন আহবায়ক
মো: আরাফাত,সদস্য মো:শাহরিয়ার,সদস্য মো:তানভীর, সদস্য মো:আশিক সদস্য মো:মমিনুল সদস্য৷
এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রূপগঞ্জ উপজেলা জাতীয় পার্টি মো:জয়নাল আবেদীন চৌধুরী সহ-সভাপতি রূপগঞ্জ জাতীয় পার্টি ফিরোজ মোঃ মঙ্গল মো: খোকন মিয়া সহ আরো অনেকে৷