মিরপুর প্রতিনিধি :
২৩ শে নভেম্বর রোজ বৃহস্পতিবার এক ঝম কালো আয়োজনে গ্রান্ড ওপেনিং হল মিরপুরের ঐতিহ্যবাহী হাওয়া রুফটপ রেস্টুরেন্ট।
এদিন মিরপুর ১২ তে লোকে লোকারণ্য ছিলো।হাওয়া রুফটপ রেস্টুরেন্টের কর্ণধার জাবের হোসেন অয়নের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢালিউড রানী চিত্র নায়িকা অপু বিশ্বাস এবং শিশুশিল্পী সিমরিন লুবাবা ও অন্যান্য তারকারা।
প্রথমে ফিতা কেটে অতিথিরা ভিতরে প্রবেশ করেন এবং কেক কেটে রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করেন। এসময় চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন- আমি বাংলাদেশের অনেক রেস্টুরেন্টে ঘুরেছি, আজ এখানে এসে ব্যতিক্রমী, এক্সক্লুসিভ মনমুগ্ধকর ডিজাইন ও পরিবেশ দেখে আমি অভিভূত। ছাদের উপরে সমুদ্রের আবহাওয়া তৈরি করা হয়েছে যা সবার মন মুহূর্তে কেড়ে নিয়েছে। অয়ন বলেন- আমাদের রেস্টুরেন্টে এলে মিরপুরে বসেই কক্সবাজারের স্বাদ নিতে পারবেন। আমরা কক্সবাজারের আদলে রুফটপ সাজিয়েছি। আশা করি আপনাদের মন ছুয়ে যাবে।