মো:সৈকত জামান(প্রিন্স)
ফুলছড়ি-গাইবান্ধা :
গাইবান্ধা-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ফারজানা রাব্বী বুবলীর গাড়িবহরে হামলার অভিযোগ ওঠেছে।
ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলী।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যার পর সাঘাটা উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের মসজিদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, জাতীয় সংসদের প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মেয়ে ও ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলী সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটানিং কর্মকর্তার কাছে নির্বাচনের মনোনয়ন ফরম জমা দিয়ে গাড়ি বহর নিয়ে সাঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় শোডাউন দেয়।
এ সময় তার গাড়ি বহরে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা । এক পর্যায়ে তারা গাড়িবহরের ভেতরে ঢুকে লাঠি নিয়ে হামলা করে। এ সময় অন্তত পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বী বুবলী বলেন, কে বা কারা আমার গাড়ি বহরে আকস্মিক হামলা চালায় এবং মোটরসাইকেল ভাঙচুর করে। আমি এই ঘটনার বিচার চাই।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিব হাসান জানান, এ ধরনের কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।