এম আকন্দ (স্পেশাল রিপোর্টার)
গণতন্ত্র পুনরুদ্ধার, তফসিল বাতিল সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৯ম দফা অবরোধের প্রথম দিনে আজ রবিবার গাজীপুরের শ্রীপুর উপজেলার অবদা এলাকায় গাজীপুর ৩ আসনের বিএনপির সর্বোচ্চ নেতা অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু সাহেবের পক্ষে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলো।
তেলিহাটি ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান মোড়লের নেতৃত্বে উপজেলার অবদার মোড় এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনগুলো। এই সময়ের নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে। সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দেন। শ্রীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা অবরোধকে কেন্দ্র করে সকাল ছয়টায় উপজেলার অবদার মোড় এলাকায় উপস্থিত হন। মিছিল করেন উপজেলার বিভিন্ন স্থানে। এ সময় যানবাহন চলাচল বন্ধ ছিল।
এ ব্যাপারে পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক মোঃ মাসুম আহমেদ জানান, গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি আমরা পালন করব। অবিলম্বে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে পদত্যাগ করতে হবে। মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মুক্ত করতে হবে। গাজীপুর ৩ আসনের অভিভাবক অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু সাহেব কে মুক্ত করতে হবে।
এই সময় অন্যান্য দুধের মধ্যে উপস্থিত ছিলেন, খন্দকার বাবুল, কামরুল ইসলাম, মাসুম আহাম্মেদ, আলিম,রেজাউল করিম রিপন,সোহেল,মিথিন,মাফুজ,সেলিম,মাসুম রানা,রবিন,আলম,রিদয়,আতিক, রোকন,নাহিদ,রোকন,বাদল,মাসুম সহ অন্যান্য নেতাকর্মীরা