মোঃ রাসেল মিয়া ঢাকা ধামরাই (ক্রাইম)
ধামরাইয়ে বাইশাকান্দা ইউনিয়নের গোলাকান্দা গ্রামে পরিবেশের ভারসাম্য নষ্ট করে ও কৃষি জমির পাশে কৃষিজমিতে গড়ে উঠেছে সিসা কারখানা। প্রায় এক কিলোমিটার দূর থেকে আসে কারখানার সিসার ঝাঁজাল গন্ধ। সেখানে কাঠ পুড়ানো কয়লা দিয়ে সিসার কিট গালিয়ে তৈরি করা হচ্ছে সিসা
জানা গেছে, এরই মধ্যে স্থানীয় লোকজন অবৈধ সিসা তৈরির কারখানা বন্ধ করার জন্য প্রশাসন ও ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ করেছেন। তবে এখনও এই কারখানা বন্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
স্থানীয় কয়েক জন লোক দৈনিক বিডি ক্রাইম টাইমস এর প্রতিবেদকে জানান, বছরখানেক আগে বাইশাকান্দা ইউনিয়নের ৬নং ওয়ার্ড়ের ইউপি সদস্য ফরহাদ হোসেন একটি সিসা কারখানা ও অবৈধ চার টা কয়লার চুল্লি গড়ে তুলে পড়ে বেশ কিছু দিন পরিচালনা করা পড় ধামরাই উপজেলা প্রসাশন ভেঙ্গে গুড়িয়ে দেয় তার পড় বেশ কয়েক মাস বন্ধের পড় আবার তিনি লোকাল সিসার কারখানা গড়ে তুলেন, প্রতিদিন রাতের আধারে গালান সিসা কৃষি আবাদি জমির পাশে। দিনে বেলায় লোকাল সিসা ও ব্যাটারি সংগ্রহ করে সারারাত সেগুলো পুড়িয়ে সিসা বের করা হয়। এসিড ও পুরোনো ব্যাটারি পোড়ার কারণে ঝাঁজাল গন্ধে ভরে যায় গোটা এলাকা। পোড়া ব্যাটারি থেকে বের হওয়া বিষাক্ত ধোঁয়া ও রাসায়নিক পদার্থ পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকির মুখে ফেলেছে। কারখানাটির কারণে শত শত বিঘা জমির ফসল নষ্ট হওয়ার আশঙ্কায় আছে বলেন জানান কৃষকরা।
কারখানায় শ্রমিক শাজাহান মিয়া জানান, কারখানার অনুমোদন আছে কিনা, তাদের জানা নেই। তারা রাতবর সেখানে কয়লার আগুন তাপ দিয়ে লোকাল সিসা গালানোর কাজ করেন।
রাতের বেলায় লোকাল সিসা কারখানার মালিক বাইশাকান্দা ইউনিয়নের ৬নং ওয়ার্ড়ের ইউপি সদস্য ফরহাদ হোসেন এর কাছে জানতে চাই তিনি প্রতিবেদক কে বলেন আমি রাতের বেলায় সিসা গালায় তাতে আপনার কি আপনারা সাংবাদিক যারা আছেন তারা আমার সিসা কারখানার নিউজ করে কিছুই করতে পাড়বেন না এটা আমাদের চেয়ারম্যান মহোদয় ও জানে আপনারা যত
পাড়েন নিউজ করেন তাতে আমার কিছুই হবেনা তিনি তার ক্ষমতা দাপট দেখিয়ে দীর্ঘ দিন ধরে কারখানাটি পরিচালনা করে আসছে
ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা আরিফ হোসেন জানান, কৃষির জমির কাছে সিসা তৈরির কারখানার কারণে কৃষিজমি নষ্ট হবে। ফসলের উৎপাদন অনেক কমে যাবে।
ধামরাই উপজেলা সহকারী কমিশনার( ভূমি)সুচিরানি সাহা জানান, সরেজমিন কারখানা এলাকা পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।