মোমেন আকন্দ (বিশেষ প্রতিনিধি)
আজ ১২ ডিসেম্বর মঙ্গলবার বিএনপির ডাকা একাদশ দফার অবরোধ কর্মসূচি প্রথম দিনে সকাল ৬টা থেকে কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু সাহেবের পক্ষে শ্রীপুরে পালিত হচ্ছে অবরোধ কর্মসূচি।
গাজীপুর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল করিম মোড়ল রিফাত এর নেতৃত্বে এই অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে ভোর ছয়টা থেকেই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে জড়ো হতে থাকে শ্রীপুর উপজেলা ছাত্রদলের অধীনস্থ বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা। সকাল ৬:৩০ মিনিটে অবরোধের সমর্থনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মিছিল করা হয়। এ সময় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ড হওয়ার ঘটনার প্রতিবাদে ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল দেয় বিএনপি। এরপর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কেন্দ্রীয় বিএনপির সহ-সাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু সহ শীর্ষ পর্যায়ের অনেক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়।
এর পর সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীন নির্বাচন এবং দলের গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে এক-দুই দিন পরপরই অবরোধ, হরতালের মতো কর্মসূচি দিয়ে যাচ্ছে দলটি।
বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা আরও কয়েকটি রাজনৈতিক দলও একই ধরনের কর্মসূচি পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ শ্রীপুর পালিত হচ্ছে সর্বাত্মক অবরোধ কর্মসূচি।
এ ব্যাপারে গাজীপুর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল করিম মোড়ল রিফাত দৈনিক বাংলা দূত কে মুঠোফোনে জানান, গণতন্ত্রকে মুক্ত করার একদফা দাবি নিয়ে আমরা রাজপথে আছি। গাজীপুর ৩ নির্বাচনি এলাকার অভিভাবক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু সাহেবকে সহ হাজার হাজার নেতাকর্মীদের গণতন্ত্রের পক্ষে থাকার কারণে অন্যায়ভাবে গ্রেফতার করেছে ফ্যাসিস্ট সরকার। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন তিনি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহবায়ক মাসুম আহাম্মেদ, সাদ্দাম হোসেন, ওরাইসুল রানা,নাঈম সিকদার, মিথিন মিয়া,মাফুজ আহাম্মেদ, জুলফিকার হায়দার রিফাত, ইশরাক একান্ত,রবিন সরদার, মাসুম রানা, আবদুল্লা, আলম,রিজভী আহাম্মেদ, ফয়সাল আহাম্মেদ, রিদয়, রনি সরকার,জাফর খান,জোবায়েদ,নাহিদ,হাসান,শিমুল, মাসুম, রিফাত,শাহিন,সহ অন্যান্য নেতা কর্মি।