1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৭:৩২ পূর্বাহ্ন
Title :
বাউফলে হোগলা খাল থেকে সিরাজগঞ্জের ইটালী বাসিন্দার মরদেহ উদ্ধার প্রথম শ্রেনীর পৌরসভায় নেই ডাম্পিং স্টেশন। বর্জ্য ফেলা হচ্ছে নদীতে মিরপুর ১ নাম্বারে অস্ত্রের মুখে জিসান মানি চেঞ্জার কোম্পানির ১ কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ, ছিনতাইকারীদের সনাক্ত করতে চলছে চুল ছেঁড়া বিশ্লেষন ভাত দিতে দেরি হওয়ায় স্বামীর আঘাতে স্ত্রীর মৃত্যু বাউফলে ছাত্রদলের আহ্বায়কের বিচার সহ বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের ছুরিকাঘাতে বিএনপি নেতা নিহত রংপুরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন পিতা-পুত্রের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ বাউফলে মসজিদের জমি আত্মসাৎ করে হয়রানির অভিযোগ, কমিটির বিচার দাবি নীলফামারীতে সোনালী ব্যাংকের উপ-শাখায় আগুন; নথিপত্র, কম্পিউটার ও আসবাবপত্র ভষ্মিভূত

ধামরাইয়ে স্বতন্ত্র এমপি প্রার্থীর বিরুদ্ধে মদের বোতল এডিট করে অপ-প্রচার, নিন্দার ঝড়

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ১২১ Time View

মোঃ রাসেল মিয়া ধামরাই (ক্রাইম)

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ধামরাইয়ে স্বতন্ত্র প্রার্থী মোহাদ্দেছ হোসেনের বিরুদ্ধে অপ-প্রচার  চালানোর জন্য একটি স্বার্থান্বেষী মহল মাউন্টেইন ডিও’র বোতলের সাথে মদের বোতলের ছবি এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে  দিয়েছে। এ নিয়ে  সুশীল সমাজে শুরু হয়েছে আলোচনা-সমালোচনার ঝড়।

গতকাল (২২ ডিসেম্বর) নামসর্বস্ব একটি অনলাইন পোর্টালে মাউন্টেইন ডিউ কোমল পানীয় বোতলের সাথে একটি মদের বোতলের ছবি এডিট করে নিউজ করেন। এ নিয়ে ধামরাই উপজেলার সুশীল সমাজের লোকজন চরম নিন্দা জ্ঞাপন করেছেন। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি মহল এমন নেক্টার জনক ছবি পোষ্ট করে ‘ কাঁচি’ প্রতীকের স্বতন্ত্র এমপি প্রার্থী মোহাদ্দেছ হোসেনের নির্বাচনকে বাধাগ্রস্ত করতে এমন কাজ করেছেন বলে ধারনা। 

স্বতন্ত্র এমপি প্রার্থী মোহাদ্দেছ হোসেনের গণজোয়ার দেখে বেকায়দায় পড়ে গেছেন অনেক প্রার্থী। গতকাল ২২ ডিসেম্বর বিকেলে ধামরাই পৌরসভায় ‘ কাঁচি ‘ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাদ্দেছ হোসেনের পক্ষে প্রায় ১০ হাজার মানুষ মিছিল বের করেন। এ পরিস্থিতি দেখে অনেক হ্যাবিওয়েট প্রার্থীও বেকায়দায় পড়েছেন। 

জানা যায়, চলতি বছরের ২ অক্টোবর উপজেলার সূতিপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য বাবুল হোসেনের অফিসে আপ্যায়ন বসত মাউন্টেইন ডিউ খেতে দিলে ঢাকা জেলা উত্তর ছাত্র লীগের ছাত্র বিষয়ক সম্পাদক তুষার আহমেদ শান্ত ওই মাউন্টেইন ডিউ’র ছবি যোগাযোগ মাধ্যম ফেইসবুক এ ছেড়ে দেন। সেই ছবিকে পুজি করে একটি স্বার্থান্বেষী মহল টেবিলে রাখা মাউন্টেইন ডিউ’র বোতলের ওই দিনের ছবির সাথে একটি মদের বোতলের ছবি এডিট করে যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিলে সুশীল সমাজের লোকজন এ নিয়ে নিন্দা প্রকাশ করেন।

অপরাজেয় ধামরাই নামে একটি সংগঠনের মুখপাত্র আশিকুল ইসলাম ইমরান বলেন, স্বতন্ত্র প্রার্থী মোহাদ্দেছ হোসেনের জনপ্রিয়তা দেখে অপর প্রার্থীদের অবস্থা নাজেহাল। তাই একটি কু-চক্রী মহল মাউন্টেইন ডিউ’র বোতলের ছবির সাথে একটি মদের বোতল এডিট করে যোগাযোগ মাধ্যম ফেইসবুক এ ছেড়ে দিয়েছে। সাধারণ জনগণ সবই বুঝে কোনটা মদের বোতল আর কোনটা মাউন্টেইন ডিউ’র বোতল। এসব এডিট করা ছবি দিয়ে কারো জনপ্রিয়তা কমানো যাবে না।

ধামরাই পৌর বাসিন্দা জাহিদুর রহমান বলেন, মাউন্টেইন ডিউ’র বোতলের সাথে মদের বোতলের ছবি সম্পূর্ণ এডিট করা একটি ছবি।এগুলো ফেক নিউজ।  এসব ন্যাক্কারজনক কাজ করে কখনো কারো নির্বাচনে বাধাগ্রস্ত করতে পারবে না।

এ বিষয়ে ছাত্র লীগ নেতা তুষার আহমেদ শান্ত বলেন, মদের বোতল দেওয়া ছবি এডিট করা। মাউন্টেইন ডিউ’র বোতলের সাথে মদের বোতল এডিট স্পষ্ট বুঝা যায়।  মোহাদ্দেছ হোসেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছে। তার নির্বাচনী মাঠের  অবস্থা অনেক ভালো। তাই একটি স্বার্থান্বেষী মহল এমন অপপ্রচার চালাচ্ছে। 

সূতিপাড়া ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য বাবুল হোসেন বলেন,  ফেক নিউজ। মোহাদ্দেছ হোসেন আমার অফিসের সামনে দিয়ে যাওয়ার পথে। তাকে মাউন্টেইন ডিউ’ খেতে দিলে তুষার সেই ছবি ফেসবুকে দেয়। আর একটি কুচক্রী মহল সেটাকে পুজি করে মদের বোতল এডিট করে যোগাযোগ মাধ্যম ফেইসবুক এ ছেড়ে দেয়। এটি যারা করেছে খুব খারাপ কাজ করেছে। 

‘কাঁচি’ প্রতীকের  স্বতন্ত্র এমপি প্রার্থী মোহাদ্দেস হোসেন বলেন,  আমি  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছি। আমার নির্বাচনী অবস্থান অনেক ভালো। তাই দেখে অন্য প্রার্থীরা হতাশ হয়ে পড়েছে। তাই আমার বিরুদ্ধে একটি কুচক্রী মহল অপপ্রচার করছে। আমি এর ধিক্কার জানাই। যারা এমন কাজ করেছে তারা কখনো বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হতে পারে না। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ  হাসিনা স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচন করার সুযোগ দিয়েছে। তাই আমি নির্বাচন করছি। আমার অবস্থান অনেক ভালো, আমার পক্ষে সাধারণ জনগণ মাঠে নেমে কাজ করছে। এটা দেখে অন্য প্রার্থীরা আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং