হৃদয় শিকদার ,নিজস্ব প্রতিবেদক
মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামে মিরাজ (২৬) নামে যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দিয়েছে তালাকপ্রাপ্ত স্ত্রী জ্যোতি খাতুন। মিরাজ ঐ গ্রামের নুরোল বিশ্বাসের ছেলে। আর সে চাঁদপুর গ্রামের ছাখাওয়াত হোসেনের মেয়ে মাগুরা সদর থানায় জ্যোতি খাতুন অভিযোগে জানান, আসামী মিরাজের সহিত দেড় বছর যাবত মুসলিম শরীয়াত মোতাবেক ঘর সংসার করি। আমার শশুর নুরোল বিশ্বাস ও শাশুড়ি মাজেদা বেগম নির্যাতনসহ অত্যাচার ও এমনকি যৌতুকের জন্য চাপ দেয় সেজন্য আমার স্বামী মিরাজ আমাকে তালাক দিতে বাধ্য হয়। তালাকের নোটিশ আমার বাবার বাড়িতে আসিলে কেহ সই বা তালাক গ্রহন করে নাই। পরবর্তীতে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে পুনরায় সংসার করার জন্য প্রতিশ্রুতি হয়। আমার স্বামী মিরাজ কৌশলে আমার ফোনে যোগাযোগ করে আমার বাড়ির লোকজনদের না জানিয়ে গত ৩০/১২/২৩ তারিখে স্বর্ণলংকার অনুঃ ৫ ভরি নিয়ে আমি তার কথায় সরল বিশ্বাসে মাগুরা শহরের ঢাকার রোডে আসতে বলে এবং সংসার করার প্রতিশ্রুতি দিয়ে কাঁচা বাজার আড়তের পাশে কথিত ইগল হোটেলের ৭৭ নং রুমে উঠে ৪/৫ ঘন্টা আমার ইচ্ছার বিরুদ্ধে সময় কাটায়। এ বিষয়টি আমার শশুর শাশুড়িকে জানাইলে তারা উল্টা ভয়ভীতি দেখাচ্ছে। বিষয়টি সংশ্লিষ্টদের কাছে ন্যায় বিচার প্রার্থনা চাঁন তিনি। এবিষয়ে মিরাজ জানায়, এগুলো সবই মিথ্যা ও বানোয়াট কথা, তবে ডিভোর্সের কথা স্বীকার করেন এবং এটাও জানায় জ্যোতিকে নিয়ে তার আর কোন দিন পুনরায় সংসার করার ইচ্ছা নেই।