নাঈম ইসলাম,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে দূর্বা বিল হইতে কুটির বিলে পানি অপসারন খালটিতে করেছে নতুন বিদ্যুৎের খুটি স্থাপন যা খনন কালে ঘটতে পারে বড় দূর্ঘটনা।
জানা যায়, কটিয়াদী উপজেলাধীন জালালপুর ইউনিয়নে অবস্থিত ঐতিহাসিক কুটির বিল। পাশে অবস্থিত দূর্বা বিল। ঝাকালিয়া মৌজা ০১খতিয়ান,দাগ নং-৩৪৫৬ তে দূর্বা বিল হয়তে কুটির বিলে পানি অপসারনের জন্য রয়েছে ১.৫ কিমি. লম্বা ও ৩২ ফুট প্রস্থ একটি খাল, যা বর্তমান বিলুপ্তির পথে। খালটি খনন করার জন্য ২৩/১২/২০১৯ সালে আবেদন করে এলাকাবাসী।
এলাকাবাসী জানায়,দূর্গা বিলে পানি প্রবাহের খালের ভিতর পল্লী বিদ্যুৎ সমিতি কটিয়াদী জোনাল অফিস কর্তৃক বিদ্যুৎ এর নতুন খুটি স্থাপন করেছেন। বি.এ.ডি.সি সেচ কুলিয়ারচর, কিশোরগঞ্জ হতে খালটি পূন খননের জন্য দরপত্র গ্রহণ করেছেন। কিছুদিনের মধ্যে শুকনা মৌসুমে খালটি ভেকু মেশিন দ্বারা খনন করা হবে। তাই নতুন স্থাপনকৃত খুটিটি সামান্য পূর্বে স্থাপন করা অতীব জরুরি। যাতে খাল দিয়ে দূর্বা বিল সহ উজানের পানি নিষ্কাশন হয়।
এ ব্যাপারে,কটিয়াদী জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো: আব্দুল আজিজ বলেন, আমি লোক পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।