নিজস্ব প্রতিবেদক:
অদ্য অবগত করেন যে গতকাল ২৬শে নভেম্বর ২০২২ইং রাতে একদল ছাত্রলীগ দূর্বৃত্তরা কবিরহাট উপজেলা মালিপাড়া গ্রামের স্থায়ি বাসিন্দা ও পশুখামাড়ী ব্যবসায়ি মহিউদ্দিনের গৃহে বর্বরচীত হামলা চালিয়ে স্বামী ও স্ত্রীকে নির্মম পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। দূর্বৃত্তরা গৃহের আসভাবপত্র ভাঙ্গচুড় ও মূল্যবান জিনিষপত্র লুটপাটসহ স্বর্ণালঙ্কার ও আনুমানিক ১লক্ষ ৭০হাজার টাকা ডাকাতি করে নিয়ে যায়। বর্তমানে স্বামী স্ত্রী মূমুর্ষ অবস্থায় কবিরহাট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন আছেন কিন্তু ডিউটি ডাক্তারের সাথে স্বাক্ষাতে জানা যায় যে- উভয়ের মাথায় গুরুতর আঘাৎ জনিত কারন ও বিভিন্ন জটিল রোগে আক্রন্তর ফলে তাহাদের শারীরিক অবস্থার তেমন উন্নতি লক্ষ করা যাচ্ছে না। ভিকটিমদ্বয়ের ছোট পূত্র মাইনুল ইসলামকে এই হামলার বিষয় জিজ্ঞাসাবাদে জানা যায় যে-সন্ধায় সে প্রাইভেট পড়তে কোচিং সেন্টারে ছিল এবং রাত আনুমানিক ২২.৩০ ঘটিকায় বাড়ী ফিরেই পিতামাতাকে রক্তাক্ত জ্ঞানহীন ঘড়ের মেঝেতে দেখতে পাওয়ার সাথে সাথে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসে এবং তাৎক্ষনিক উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তিকরা হয়। এই হামলার বিষয় মাইনুল কাউকে অপরাধী চিহ্নিত করতে না পাড়ায় প্রতিনিধি উপস্থিত ৩জন প্রতিবেশীকে জিজ্ঞাসাবাদে জানতে পারেন যে-এই ঘটনার ২দিন পূর্বে সন্ধায় ২টি মোটর বাইকে ৬/৭জন সন্ত্রাসী যুবকরা মহি উদ্দিনকে রাস্তায় ঘিরেধরে ২লক্ষ টাকা চাদাঁ দাবী করলে উভয়ের মধ্যে পরিস্থিতি চরম উত্তেজনার সৃষ্টি ঘটে এবং এলাকাবাসীরা হস্থক্ষেপে তাৎক্ষনিক সন্ত্রাসীরা পালিয়ে যায়। এই বিষয় জিজ্ঞাসাবাদে জানাযায় যে-উপজেলা ছাত্রলীগের কিছু সন্ত্রাসীর সাথে ভিকটিম মহিউদ্দিনের বড় পুত্র ছাত্রদল নেতা আমিনুলের সাথে দীর্ঘ রাজনৈতীক প্রতিহিংসা ও ক্ষমতার প্রভাব বিস্তার কেন্দ্রীক শত্রুতার কারনে প্রতিপক্ষ ছাত্রলীগের ক্যাডার রিয়াদ বাহিনী পরিকল্পীত ভাবে তাহাদের উপর হামলা চালিয়েছে। এই বিষয় থানায় যোগাযোগে জানাযায় যে-অদ্য সকালে পুলিশ পরিদর্শক ভিকটিমদের সার্বিক শারীরিক অবস্থা পরিদর্শন করার পর ডাক্তারী রিপোর্ট মোতাবেক থানায় এফ.আই.আর. দায়ের করেছেন। প্রতিবেশীদের বয়ানের ভিত্তিতে সন্দেহাতীত ৫/৬জন অজ্ঞাত নামা দূর্বৃত্তের নাম পরিচয় খতিয়ানে উল্লেখ পূর্বক আইনী কার্যক্রম চলমান আছে এবং ও/সি সাহেব নিশ্চিত করেন যে খুব তারাতারী অপরাধীদের গ্রেফতার ও আইনের আওতায় উপযুক্ত সাজা প্রদানে সক্ষম হবেন।