মোমেন আকন্দ (বিশেষ প্রতিনিধি)
অটো রিক্সাচালক মাদক সেবনের সময় চুরি হয়েছে ভাড়ায় চলিত অটোরিকশা। অতঃপর, অটো রিক্সার মালিককে মারধোর ও হত্যার হুমকি দিয়েছে অটো রিক্সাচালক। গাজীপুরের শ্রীপুর উপজেলায় এই ঘটনা ঘটেছে।
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার অটোরিকশা মালিক বুলবুল হোসেনের অটোরিকশা দীর্ঘদিন যাবত ভাড়ায় চালাচ্ছিল ফারুক নামের এক অটোরিকশাচালক। গত পহেলা মে ২০২৪ তারিখ দুপুর আনুমানিক ১ টার দিকে মোশারফ হোসেন মসু নামক এক ব্যক্তির বাড়ির সামনে রেখে মাদক সেবন করতে চলে যায় অটো রিক্সাচালক ফারুক। মাদক সেবন করার সময় অটো রিক্সাটি চুরি হয়।
অটো রিক্সাচালকের গাফিলতির কারণে চুরি হওয়া অটো রিক্সার বিচার দাবি করেন মালিক বাবুল হোসেন। বিষয়টি নিয়ে অটো রিক্সা মালিক স্থানীয় কাউন্সিলর এর শরণাপন্ন হলে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে বসার সিদ্ধান্ত হয়। বিষয়টি নিয়ে ৩রা মার্চ বিকাল ছয়টা স্থানীয়ভাবে বসলে সেখানে অকথ্য ভাষায় গালিগালাজ করে অটোরিকশাচালক ফারুক । তারপর অজ্ঞতম নামা কিছু সন্ত্রাসীদের নিয়ে অটোরিকশাচালক ফারুক মালিক বাবুলের বাড়িতে গিয়ে হামলা চালায়। মারধর করে অটোরিকশা মালিক, মালিকের স্ত্রী ও মালিকের ভাগিনা আশিককে। মালিকের স্ত্রীর গলায় থাকা স্বর্ণের চেইন ছিনতাই করে অটোরিকশাচালক। অটো রিক্সার মালিকের স্ত্রীর শ্রীলতা হানির চেষ্টা করে। হুমকি দেয় হত্যার এবং মারপিটের।
হামলাকারীদের হামলার হাত থেকে বাঁচার জন্য অটো রিকশা মালিকের ভাগিনা আশিক জরুরী সেবা ৯৯৯ এ কল করলে শ্রীপুর থানা পুলিশ ও স্থানীয় কাউন্সিলর ঘটনাস্থলে আসে। এ সময় পালিয়ে যায় হামলা কারীরা।
পরবর্তীতে অটো রিক্সা মালিক বাবুলের ভাগিনা মেহেদী হাসান আশিককে চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। এ ব্যাপারে শ্রীপুর থানায় একটি মামলা করা হয়েছে।