মোঃ রাসেল মিয়া ধামরাই (ক্রাইম)
কর্মস্থলে না এসে, অফিস না করে মাসের পর মাস বাড়িতে বসেই বেতন নিচ্ছেন সরকারি এক কৃষি কর্মকর্তা। সরকারি এই কৃষি কর্মকর্তার নাম মুহাম্মদ আনোয়ার হোসেন (বাবু)। তিনি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নে জয়কৃষ্ণপুর ব্লকে উপসহকারি কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। তার বাড়ি ঢাকা জেলার ধামরাই উপজেলায় বাইচাইল এলাকায়। জানাযায়, তিনি কর্মস্থলে না এসে মাসের পর মাস অনুপস্থিত থাকেন। নিজেদের ব্যবসা বানিজ্য নিয়ে ব্যস্ত থাকেন। এ নিয়ে বিগত সময়ে তাকে কয়েকবার শোকজ করা হলেও তাতে কোন লাভ হয়নি। ঐ কর্মকর্তা বহাল তবিয়তে আছেন। তার ইচ্ছেমত তিনি কর্মস্থলে অনুপস্থিত থেকে যাচ্ছেন।
গত ১১ মার্চ সোমবার খোঁজ নিয়ে জানা যায়, তিনি কর্মস্থলে না এসে বাড়িতে অবস্থান করছেন। তার সাথে যোগাযোগ করা হলে বাড়িতে অবস্থান করেই ঢাকায় আছেন বলে মিথ্যা তথ্য দেন। পরক্ষণেই তিনি বাড়ি অবস্থান করছেন বলে স্বীকার করেন।
এবিষয়ে নবাবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আসমা জাহান জানান, কর্মস্থলে অননুমোদিত ভাবে অনুপস্থিত থাকা আনোয়ার হোসেনের জন্য কোন নতুন ঘটনা নয়। গত ৭ মার্চ বৃহস্পিতিবার অননুমোদিত অনুপস্থিতির জন্য তারিখে তাকে শোকজ করা হয়েছে। শুধু এবার নয়, এর আগে আরও একাধিকবার তাকে শোকজ করা হয়েছে কিন্তু তাতে কোন লাভ হয়নি।