কাতার প্রতিনিধি- মোস্তাক আহমেদ বাপ্পী:
পলাশ মাতব্বর এর পরিচালনায়, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসুফ হাওলাদার, সভাপতি শিবচর প্রবাসী একতা সংগঠন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন, সভাপতি বাংলাদেশ কমিউনিটি।
বিশেষ অতিথি ছিলেন ওবায়দুর রহমান, প্রধান উপদেষ্টা শিবচর প্রবাসী একতা সংগঠন।
বিশেষ অতিথি মিঠু বেপারী, প্রতিষ্ঠাতা সভাপতি মাদারীপুর প্রবাসী মানবকল্যাণ সংস্থা।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে এম শাকিনুর রহমান সোহেল,সাধারণ সম্পাদক মাদারীপুর মানব কল্যাণ সংস্থা ও আশিক উজ্জামান সিনিয়র যুগ্ন- সাধারণ সম্পাদক মাদারীপুর মানব কল্যান সংস্থা।
প্রধান অতিথি বক্তব্যে শিবচর প্রবাসী একতা সংগঠনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং মিঠু বেপারী সংগঠন এর জন্য দোয়া কামনা করেন।
সকলে একএে সংগঠন কে এগিয়ে নিয়ে যাবে এ আশা ব্যক্ত করে।
এছাড়া সংগঠন এর বহু নেতাকর্মী বক্তব্য রাখেন।
ব্যক্তব্যে সাংবাদিক লিংকন পাটুয়ারী সংগঠনের শুভ কামনা করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন,
জুয়েল ঢালী(উপদেষ্টা)
সুমন মুন্সি (উপদেষ্টা)
শাহিন ঢালী(সহ সভাপতি)
সজিব মাতুব্বর(সহ সভাপতি)
মুন্না হাওলাদার(সহ সভাপতি)
রহিম শেখ(যুগ্ম সাধারন সম্পাদক)
ইমরুল মাতুব্বর (সাংগঠনিক সম্পাদক) কাতার। ব্যক্তব্যের শেষে সংগঠনের মঙ্গল কমনা করে মোনাজাত করেন মুহাম্মাদ হুমায়ুন কবির। পরিশেষে সকলে একএে ইফতার শুরু করে।