কাতার প্রতিনিধি,মোস্তাক আহমেদ বাপ্পি:
ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উপজেলা দক্ষিন তারুয়া গ্রামের ছোট দল ও বড় দলের মধ্যে এক বিরাট ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রীতি ফুটবল ম্যাচ এর স্পনসর ছিলো সাদ্দাম হোসেন -বরকাতোল আরব ট্রেনিং এন্ড কস্টাক্টিং কোম্পানি- কাতার।
খেলাটি অনুষ্ঠিত হয় কাতার রাজধানী “আল-খেলাল স্টেডিয়ামে”।
কাতার সময় রাত ১১ টায় খেলা টি আরম্ভ হয় এবং ১১:৩০ মিনিট বিরতি মধ্যে কোন দল গোল দিতে পারে নাই।
আম্পিয়ার মো: শামীম ১৫ মিনিট বিরতি ঘোষণা করেন।
অংশ গ্রহণ করে ছোট ও বড় দলের খেলোয়াড় :
১/সাদ্দাম হোসেন -অধিনায়ক (ছোট দল)
২/কাউছার
৩/আকরাম
৪/রহমত আলী
৫/আকাশ- সহ প্রমুখ…
১/মোস্তফা মীর-অধিনায়ক (বড়দল)
২/আমজাদ
৩/হাবিব চৌধুরী
৪/আল আমিন
৫/খাইরুল -সহ প্রমুখ…
বিরতি শেষে ১১:৪৫ মিনিটে পুনরায় খেলা আরম্ভ হয়।
ভাগ্যের কি পরিহাস বিরতির ৯ মিনিট এর মধ্যে বড় দলের গোলপোস্টের জালে বল গিয়ে আটকিয়ে যায়।
গোল করেন ছোট দলের ডিফেন্সার সিরাজুল ইসলাম।
ছোট দলের গোল -১।
মাঠের চারদিকে ছোট দলের খেলোয়াড় দের করতালির মাধ্যমে উৎসা দিতে থাকে মাঠ ভর্তি দর্শকরা।
কিন্তু বড় দলের খেলোয়াড়দের চেষ্টার কমতি ছিলো না। বার বার চেষ্টা বিফলে যাচ্ছে।
এ-ই ভাবে সময় শেষের দিকে দু -দলের খেলোয়ার একে অপর কে গোল করার জন্য মরিয়া হয়ে পা-য়ে বল নিয়ে চেষ্টা করছে গোলপোস্টের দিকে।
তখনও ছোট দলের গোল -১
আর বড় দলের গোল-০
ছোট দলের অধিনায়ক সাদ্দাম হোসেন দল কে সুন্দর ও ধারাবাহিক ভাবে খেলিয়ে নিচ্ছে।
সময় আর মাএ বাকি ৩০ সেকেন্ড।
বড় দল সুযোগ হাত ছাড়া না করে থ্রুরু বল, আলামিন সরাসরি গোলপোস্টে দিলে গোলকিপার বুঝে ওঠার আগেই বল গিয়ে জালে আটকিয়ে যায়।
বড় দলের অধিনায়ক মো: মোস্তফা ও দলের খেলোয়াড়দের মনে সস্তি ফিরিয়ে আসে।
দুই দলের সমান গোল।
ছোট দল-১
বড় দল -১
আম্পিয়ার প্রথম রাউন্ড ৬০ মিনিট সময় শেষ ঘোষণা করে।
পরবর্তী আরও সময় ১৫ মিনিট খেলা বাড়িয়ে দিলে কোন দল সুযোগ নিতে পারে নাই।
মোট ১ ঘন্টা ১৫ মিনিট খেলা অনুষ্ঠিত হয়।
শেষ পর্যন্ত খেলা ড্র ঘোষণা দিয়ে
সমাপ্তি ঘোষণা করে
আম্পিয়ার মোঃ শামিম…..