মোঃ আশরাফুল ইসলাম
গাজীপুরের শ্রীপুরে গাজীপুর ইউনিয়ন বাঁশবাড়ী গ্রামে পানিতে ডুবে মাজহারুল ইসলাম নামে এক শ্রমিকের মৃত্যু হয়। তার বয়স ছিলো (৩৫)
ঘটনা স্হলে জানা যায় মৃত্যু ব্যক্তির বাড়ী নিজ উপজেলার তেলিহাটি ইউনিয়ন শিমুলতলা গ্রামের হাছেন আলীর ছেলে মাজহারুল ইসলাম। মৃত মাজহারুল ইসলাম রাস্তার কাজ চলাকালী গরমে অতিষ্ঠ হয়ে পাশেই রয়েছে খাল যা কিছুদিন আগে বেকু দিয়ে মাটি কাটা হয়েছে পানি কম ভেবে নামতে থাকেন। কিন্তু গর্ত ছিলো অনেক গভীর সে কারণেই ফিরা হলো না শ্রমিক মাজহারুলের। তার সহকর্মী এসে তুলার চেষ্টা করেও ব্যর্থ হয়ে চলে যান, তার পর আশে পাশের লোকজন ছুটে এসে দেখে তলিয়ে গেছে শ্রমিক মাজহারুল। তার পর এলাকাবাসী সহযোগিতায় দীর্ঘ ২.৩০ ঘন্টা পর খাল থেকে মাজহারুলের লাশ উদ্ধার করেন এলাকাবাসী।