গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধা সদর উপজেলায় বাদিয়াখালি উনিয়নের পাঠান ডাঙ্গা গ্রামে, ভাড়াটিয়া সন্ত্রাসীদের কে দিয়ে জমি দখল করার ঘটনা ঘটেছে। আতঙ্কে কাটছে পরিবারটি।
সরজমিনে গিয়ে দেখা যায়, গাইবান্ধা সদর উপজেলায় বাদিয়াখালি ইউনিয়নে পাঠান ডাঙ্গা গ্রামে, মোঃ হামিদুল ইসলাম এর জমি জোর কে দিয়ে দখল করে নিচ্ছে একদল ভূমি দরসু।
জানা যায় হামিদুল ইসলাম উক্ত জমিটি ২০০০ সালে ক্রয় করে বসবাস করে আসছিল, পার্শ্ববর্তী শহিদুল ইসলাম নামের একজন ব্যক্তি বিভিন্নভাবে ভয় ভিতি প্রদর্শন করে আচ্ছিল ও উক্ত জমিতে জোরপূর্বক দখল করার ভয়-ভীতি দেখায়ে আচ্ছিল
ঘটনার দিন আজ ১২-০৬-২০২৪ সকাল আনুমানিক দশটার সময় শহিদুল ইসলাম ওই ব্যক্তির নেতৃত্বে গোলজার,করিম ও একদল ভাড়াটিয়া সন্ত্রাসী সহ লাঠিসোটা, অস্ত্রসহ উক্ত জমি দখল করে জমিতে বাসখুটা সহ সীমানা নির্ধারণ করে দেয়। ভয়ে হামিদুল ইসলাম সহ তার পুরো পরিবার আতঙ্কে রয়েছে।