বিশেষ প্রতিনিধি:
রাজধানীর মিরপুরে সুলতানুল আউলিয়া হযরত শাহ্আলী বাগদাদী (র:) এর মাজার শরীফে বাৎসরিক ওরস, প্রতিবছরই পালন করা হয় জমকালো আয়োজনের মধ্য দিয়ে। প্রতিবছরের ন্যায় এবছরও পালন করা হয়েছে বাৎসরিক ওরস। মাজারের আশেপাশে প্রায় শতাধিক পুলিশ পাহারায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয় অনুষ্ঠানের তিন দিন।
তবে সরোজমিন ঘুরে একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায়,ওরস মাহফিলের নামে আসলে কি হয় এসব অনুষ্ঠানে। শুনেছি গান আত্মার খোরাক যোগায়, ভাওয়াইয়া, ভাটিয়ালি, লালন গীতি,দেহতত্ত্ব ও ভক্তিমূলক গান খুব একটা শোনা যায় না এসব ওরস মাহফিলে। দেহ বিক্রি করা কিছু পতিতা শিল্পীরা আলট্রা মডার্ন পোশাকে উল্টাপাল্টা গান গেয়ে মঞ্চ মাতিয়ে রাখেন এসব অনুষ্ঠানে ।
মরার কোকিল, ফাইট্টা যায়, বউ ছাড়িয়া বিদেশ গেলে, ইত্যাদি ইত্যাদি। এসব ফালতু শিরোনামের মমতাজ ও নার্গিস মার্কা গান গেয়ে অশ্লীল অঙ্গভঙ্গিতে পতিতা শিল্পীরা মেতে ওঠেন বেহায়া বেলাল্লাপনায়।
প্রকাশ্যে পুলিশের সামনেই বসে মাদক সেবনের জমজমাট আসর। মাঠের দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্তে অন্তত ৮০ থেকে ৯০ টিরও বেশি মাদক সেবনের আড্ডা/মজমা বসানো হয়। প্রকৃতপক্ষে এই বাৎসরিক ওরশ মাহফিলে গান-বাজনার নামে বসে মাদকের হাট। যেখানে শব্দ দূষণ ছাড়া আর কিছুই হয় না।