হায়দার হাওলাদার,তালতলী প্রতিনিধি
তালতলী উপজেলার অটো গাড়ির চাপায় নুরু হোসেন জোমাদ্দার নিহত হয়েছেন ঘটনা ঘটেছে তালতলী মালিপাড়া মাদরাসার সড়কের সামনে রবিবার বেলা ১১ টার দিকে।
জানা গেছে নুরু হোসেন জোমাদ্দার নিজ বাড়ি ছোট ভাইজোরা থেকেই রবিবার বেলা ১১ টার দিকে তালতলী বাজারে যাওয়ার মাঝপথে মালিপাড়া সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ খলিলুর রহমান আয়েশা মন্জিল বাসার সামনে থেকে, লাউপাড়া থেকে ব্যাটারী চালিত অটো গাড়ী তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়। দ্রুত স্বজনরা তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাজনিন জাহান তাকে মৃত্যু ঘোষনা করেন।
নিহত নুরু হোসেন জোমাদ্দারের বড় ভাই নবী হোসেন জোমাদ্দার বলেন, আমার ভাইকে ব্যাটারী চালিত অটো গাড়ী চাপা দিয়েছে। এতে আমার ছোট ভাই মারা গেছেন।
তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ নাজনিন জাহান বলেন, নুরু হোসেন জোমাদ্দারকে হাসপাতালে পৌঁছার আগেই তিনি মারা গেছেন।
তালতলী থানার ওসি শহীদুল ইসলাম খান বলেন, এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন চলমান। ঘটনা স্হানে আমি পরিদর্শন করে এসেছি ও আমার পুলিশ স্থানে আছে