1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:২৫ পূর্বাহ্ন
Title :
গাইবান্ধায় দূর্বৃত্তদের হামলায় নিহত সাবেক ছাত্রলীগ নেতা দেবীগঞ্জে মিথ্যা সংবাদের অভিযোগে সাংবাদিক ও রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন পুলিশ ফুটবলে চ্যাম্পিয়ন ডিএমপি মিরপুরে পিস্তলের ৩০ রাউন্ড গুলি উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা জাতীয় নির্বাচনে ২৮০০ কোটি টাকা ব‍্যয় হবে, তাহলে সংস্কারটা কি হল কোথায় হল? জাতি জানতে চায় আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা কমিটি ঘোষণা আইডব্লিওএমডি কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তারা বহুবিশ্বাসের সম্প্রীতির নেটওয়ার্ক তৈরি করুন দীর্ঘদিন ছেলের সহায়তায় মাদক ব্যবসা করে আসছেন মা জাহানারা। আটকের পর স্বস্তিতে এলাকাবাসী কলাপাড়ার স্বাস্থ্য প্রশাসক ডাঃ লেলিনের অপসারণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত কলাপাড়ায় জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাফির ঘর আগুনে পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা

তিনি লাইসেন্সধারী দালাল, হাতান তিনগুণ টাকাও

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ২৮ Time View

নিজস্ব প্রতিবেদক :

সরকারি অফিসগুলোর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ নতুন নয়৷ সেবাপ্রার্থীরা নিয়মিতই এসব স্থানে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন। শুধু তাই নয়, সীমাহীন ভোগান্তি পোহানোর পাশাপাশি গুনতে হচ্ছে বাড়তি টাকাও৷ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)- এর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের চিত্রও ভিন্ন নয়। একশ্রেণির অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে সারাদিনই এখানে থাকে চিহ্নিত দালালদের আনাগোনা৷ জনসাধারণের কাছ থেকে নিয়মিত ফি এর চেয়ে দ্বিগুণ-তিনগুণ অর্থ হাতিয়ে নেন তারা, করেন হয়রানি৷ বেশ কয়েকজন দালালের মধ্যে শান্ত বাবু নামের এক দালালের যন্ত্রণায় দীর্ঘদিন ধরে অতিষ্ঠ কার্যালয়টির অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে সেবাপ্রার্থীরাও৷

অনুসন্ধানে জানা যায়, নিজেকে কখনো অ্যাডভোকেট, কখনোবা এ্যাডভোকেটের সহকারী পরিচয় দিয়ে দালালি চালিয়ে যাচ্ছেন বাবু৷ ফতুল্লার তল্লার বাসিন্দা বাবু নাম ভাঙান নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতিরও৷ ড্রাইভিং লাইসেন্স করতে আসা জনসাধারণের কাছ থেকে নানা অজুহাতে হাতিয়ে নেন নির্দিষ্ট ফী এর দ্বিগুণ-তিনগুণ টাকা। এরপর ঘুরাতে থাকেন মাসের পর মাস। ভুক্তভোগী যখন বুঝতে পারেন যে, তিনি দালালের খপ্পরে পড়েছেন, তখন বাবু দিতে থাকেন হুমকি। এরকমই একাধিক ঘটনা জানা যায় ভুক্তভোগীদের কাছ থেকে৷

নারায়ণগঞ্জের বাসিন্দা আলআমিন নামের এক তরুণ জানান, ড্রাইভিং লাইসেন্স করতে সাধারণত সাড়ে চার হাজার টাকা লাগে। দালাল বাবুর খপ্পরে পড়ে তাকে আমি সাড়ে নয় হাজার টাকা দিয়েছিলাম। বাবু তিন দিনের মধ্যে লাইসেন্স করে দেওয়ার কথা বলে আমাকে সাড়ে চার মাস ঘুরিয়েছে৷ এই বিষয়ে তাকে তাগাদা দিলেই সে বিভিন্ন হুমকি দিয়েছে৷ দ্বিগুণেরও বেশি টাকা দিয়েও সময়মতো লাইসেন্স না পাওয়ায় আমি ক্ষতিগ্রস্ত হয়েছি৷

এ বিষয়ে দালাল বাবুর সাথে যোগাযোগ করা হলে তিনি দালালির পক্ষে সাফাই গাইতে গিয়ে বলেন, আমার কাছে কোর্টের কার্ড আছে, লাইসেন্স আছে। আমরা চাইলেই বিভিন্ন ধরনের কাজ করতে পারি।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি তাকে এই ধরনের কাজ করার অনুমতি দিয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা যেহেতু কোর্টে থাকি আর কোর্টের সাথেই অফিস, তাই আমরা এসব কাজ করতেই পারি৷

বাড়তি টাকা নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ধরেন বাড়তি যে সাড়ে চার হাজার টাকা নিছি সেইটা আমার লাভ, আমি খেয়ে ফেলছি৷

দালাল বাবুর যন্ত্রণায় অতিষ্ঠ কার্যালয়টির অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীই৷ নাম প্রকাশ না করার শর্তে তারা জানান, কখনো আইনজীবী, কখনোবা আইনজীবীর সহকারী পরিচয়ে আলআমিন বিআরটিএ- এর কার্যালয়কে দালালদের স্বর্গরাজ্য বানিয়েছে। কার্যালয়ের কয়েকজন অসাধু-দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীও তার সাথে জড়িত৷

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির ঘটনার বিবরণ জেনে বিস্ময় প্রকাশ করে বলেন, সব মুহুরিকে তো আসলে চেনা বা মনে রাখা সম্ভব না৷ আমি খোঁজ নিয়ে তাকে ডাকাবো৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং