নিজস্ব প্রতিবেদক
নীলফামারী ডোমার,হরতকি তলা ,অচিন্তলা নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে
মোটরসাইকেল আরোহী ২,দুইজন ডোমারের উদ্দেশ্যে রওনা হলে অচিন্তলা নামক স্থানে মুখোমুখি প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষ হয় ঘটনাস্থলেই একজন মারা যায়,
মৃত ব্যক্তির নাম প্রশান্ত বয়স(২০)নীলফামারী,,5নং টুপামারী ইউনিয়ন,,3নং ওয়াট নীত্যান্দি হেন্দু পাড়া,
দুর্ঘটনাটি ঘটে ৫/১০/২০২৩/৮.৪০.মিনিটে মৃত প্রশান্ত রায় ,রামগঞ্জে বিএম কলেজ থেকে ২০২২সালে HSC পড়িক্ষা দিয়েছে ,,,তার মাতার নাম জোসনা রানী রায়। সঙ্গে থাকা অপরজন গুরুতর আহত হওয়ায় তাকে নীলফামারী ফায়ার সার্ভিস এবং সদর থানার প্রশাসন তাৎক্ষণিকভাবে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করান,
আহত ব্যক্তির নাম ঠিকানা পাওয়া যায়নি।