গাইবান্ধা সংবাদদাতাঃ
বাংলাদেশ আওয়ামীলীগ জেলা শাখার আয়োজনে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশ ব্যাপী বিএনপি জামাতের চলমান সন্ত্রাস,নৈরাজ্য ও অপরাজনীতির প্রতিবাদে গাইবান্ধা পৌর এলাকার জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপকারভোগীদের,শান্তি ও উন্নয়ন সমাবেশ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাহবুব আরা বেগম গিনি এমপি মাননীয় হুইপ বাংলাদেশ জাতীয় সংসদ,প্রধান আলোচক হিসেবে বক্তৃতা পেশ করেন জনাব মোঃ আবু বকর সিদ্দিক সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ গাইবান্ধা জেলা ও চেয়ারম্যান জেলা পরিষদ,সভাপতিত্ব করেন,জনাব মোঃ মতলুবর রহমান মেয়র গাইবান্ধা পৌরসভা ও যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ গাইবান্ধা জেলা।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।