অথই নূরুল আমিন
আমাদের সমাজের মেহনতি মানুষেরা বহু ভাবে তারা শ্রম ঘাম দিয়ে থাকে। কিছু কিছু মেহনতি মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তারা পরিশ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করে।
হতভাগ্য এই দেশে মেহনতি মানুষ গুলোই আবার যুগ যুগ ধরে হচ্ছে শোষণের স্বীকার। নিত্য পণ্যের দাম যুগ থেকে যুগান্তর বেড়েই চলছে লাগামহীন ভাবে।
তাই প্রকৃত খেটে খাওয়া মানুষ গুলো আর কোনো ভাবেই কোমর সোজা দাঁড়াতে পারছে না।
আমাদের দেশে মেহনতি মানুষের মাঝে তারা প্রথম স্থানে আছে ক্ষুদ্র বা প্রান্তিক কৃষক কৃষাণীরা। এছাড়া রিক্সা ভ্যান অটো সিএনজি এক কথা স্থলপথ জল পথের সকল পরিবহনের চালকও শ্রমিকেরা। ষ্টেশন শ্রমিক, গার্মেন্টস শ্রমিক ক্ষুদ্র কল কারখানার শ্রমিকসহ সমমান পেশায় জড়িত ওরা সকলেই মেহনতি মানুষ।
আমি মনে করি তাদেরও অধিকার আছে সমাজে সামাজিক মর্যাদায় বসবাস করা। তাদেরও ইচ্ছে আছে সন্তানদের কে শিক্ষিত করা। তাদের চাওয়া আছে সুচিকিৎসা নিশ্চিত করা সহ ইত্যাদি ইত্যাদি।
সরকার চাইলে দেশের সকল শ্রেণি পেশার মেহনতি মানুষদের তাদের আপন পেশা চিহ্নিত করে। আদম শুমারি করা। তাদেরকে সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা ভুতুর্কির আওতায় আনা।
আজকে লক্ষ্য করলে দেখা যায়। যত অভাব যত অনটন সব চেপে ধরেছে এই অক্লান্ত পরিশ্রম করা মানুষদের গাড়ে।
দেশের আপামর মেহনতি মানুষ গুলো বিত্তশালী ব্যবসায়ীদের সিন্ডিকেটের কাছে যেন বিভিন্ন ভাবে প্রতিদিন তারা প্রতারিত হচ্ছে। প্রতিদিন তারা তাদের জীবন যুদ্ধে হেরে যাচ্ছে।
আমি আশা করি সরকারের পক্ষ থেকে ওদের সুযোগ সুবিধা খুব শিঘ্রই চালু হবে।
অথই নূরুল আমিন
কবি কলামিষ্ট ও রাজনীতি বিশেষজ্ঞ।