হায়দার হাওলাদার
বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে তালতলী উপজেলার ছাত্রলীগের সহ-সম্পাদক রইসুজ্জামান রসেল এ-র নেতৃত্বে প্রতিবাদি মিছিল করা হয়েছে।
রবিবার (২৯শে অক্টোবর) সকাল ১০ টায় তালতলীর বাজার থেকে একটি মিছিল বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে সংক্ষিপ্ত করে
এ সময় মিছিলে উপস্থিত ছিলেন
জাহিদুল ইসলাম
সদস্য, তালতলী উপজেলা ছাত্রলীগ।
আরিফুজ্জামান আরিফ
সদস্য, তালতলী উপজেলা ছাত্রলীগ।
রায়হান ইসলাম নয়ন
পরিশ্রমী ছাত্রনেতা, তালতলী সরকারি কলেজ।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ছাত্রলীগের বেতা কর্মীরা।
এসময় রইসুজ্জামান রাসেল বলেন, বিএনপি-জামায়াত সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন বানচাল করতে চায়। তাদের সে সুযোগ দেওয়া হবে না।
আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়। দেশের মানুষ ভালো থাকে।
বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন বোঝে না। তারা জ্বালাও-পোড়াও ছাড়া আর কিছুই জানে না। বিএনপিকে রাজপথেই মোকাবিলা করা হবে।
তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।