প্রতিনিধি :মোছা:সাহানা খাতুন (আখি)
বিএনপির ডাকা হরতালের বিরুদ্ধে পুঠিয়া উপজেলায় অনুষ্ঠানটিত হয় বিক্ষোভ মিছিল। আজ সকাল আনুমানিক ১১.৪৫ মিনিটে পুঠিয়া আড়ানি সিএনজি ইসস্ট্রান্ড মোড় থেকে শুরু হয় বিক্ষোভ মিছিলটি এবং শেষ হয় পুঠিয়া ফাতেমা ক্লিনিক পর্যন্ত।
মিছিল টি করার মূল উদ্দেশ্য ছিলো বিএনপির হরতাল কে প্রতিরোধ করার জন্য।
কারণ এলাকারবাসীরা মনে করেন, হরতাল কখনো একটি দেশের জন্য কল্যাণ বয়ে আনতে পারে না বরং একটি দেশকে হুমকির মুখে দাড় করাই।
এইজন্য অবশ্যই বিএনপির এই কুচাক্রন্তকে প্রতিরোধ করতে হবে বলে মনে করেন, পুঠিয়া উপজেলার আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রুহুল (আমিন) এছাড়াও দলের অন্যান্য সহযোগিরা উক্ত মিছিলে অংশগ্রহণ করেন।
সমানের নির্বাচনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাই থাকবে বলে আশাবার্দী দলের বাকি সদস্যগণ।