ইয়াছিন তালুকদার শ্রীমঙ্গল উপজেলা
অফিসার ইনচার্জ শ্রীমঙ্গল থানা সাহেবের সার্বিক দিক নির্দেশনা মোতাবেক অফিসার ফোর্সের সমন্বয়ে ০৮/১১/২০২৩ইং তারিখ রাতে অভিযান পরিচালনা কালে পরোয়ানাভুক্ত ০২জন আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেনঃ- শিশু মামলা নং-৮৪/১০, জিআর-১৫৬/১৯ এর পরোয়ানাভুক্ত আসামী ১। খোকন মিয়া, পিতা-ইদর মিয়া, সাং-বরুণা, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার, সিআর নং-১৬৫/২৩(শ্রীঃ) এর পরোয়ানাভুক্ত আসামী ২। আগষ্টীন খারিয়া, পিতা-মৃত বুধুরাম খারিয়া, সাং-শিশেল বাড়ী চা বাগান, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজারআসামীদ্বয়কে অদ্য ০৮/১১/২০২৩ইং তারিখ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।