মোঃ রাসেল মিয়া ঢাকা ধামরাই (ক্রাইম)
সোমবার (৮ জানুয়ারি) রাত ৭.৩০ মিঃ দিকে সাভার উপজেলায় ঢাকা আরিচা আঞ্চলিক সড়কের বিশমাইল রাস্তার ইউটার্ন পাশে এই ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। এ সময় ড্রাইভার সহ তাদের তিনজনকে আটক করে ১০ থেকে ৮ জন লোক তাদের কাছে থাকা একটি বাটন ফোন একটি স্মার্ট ফোন ও নগদ ১২০০০ টাকা জোর করে কারিয়ে নেয়। এ সময়ে একজন মিলন নামে বয়স ২৪ তার কাছ থেকে টাকা ছিনতাই করার সময় সে টাকা দিতে জড়াজড়ি করলে এক পর্যায়ে তাকে পিঠে ও ঘাড়ে, হাতে ছুড়ির আঘাত করে ছিনতাইকারি। পরে নিরুপায় হয়ে তারা কাছে থাকা টাকা পয়সা সব দিয়ে দেয়। তারা কালামপুর বাস স্ট্যান্ডে এসে প্রাথমিক চিকিৎসা নেন।
তাদের সাথে কথা বলে আমরা জানতে পারি, তারা ঢাকার ধামরাই বাথুলি হাই সিং ফেব্রিক্স লিমিটেড কর্মরত কাভার ভ্যানের ড্রাইভাও দুজন স্টাফ ছিলেন। তারা তাদের ফেব্রিক্স মালামাল নিয়ে জামগড়া তাদের ফ্যাক্টরিতে গিয়েছিলেন সেখান থেকে ফেরার পথে এই ঘটনাটি ঘটে।